বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বোচাগঞ্জে শীত জেঁকে বসেছে ছিন্নমূল মানুষে দূর্ভোগ চরমে

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার বোচাগঞ্জ্ উপজেলায় পৌষের শীত জেঁকে বসেছে। হঠাৎ করেই গত ২দিন ধরে উত্তরের হিমালয় থেকে ধেয়ে আসা শৈতপ্রবাহের ফলে শীতের মাত্রা বেড়ে গেছে। শৈতপ্রবাহের কারনে গত ২দিন ধরে সূর্যের মুখ দেখা না যাওয়ায় আরো বেশী শীত জেঁকে ধরেছে মানুষকে। বিশেষ করে নিম্ন আয়ের ও ছিন্নমূল অসহায় মানুষ সহ আবাল বৃদ্ধ বনিতারা শীতে কাবু হয়েছেন। শীত নিবাড়ন করতে উচ্চ বিলাসী মানুষদের গায়ে হরেক রকম গরম কাপড় দেখা গেলেও ঠিক উল্টো চিত্র ছিল ছিন্নমূল সাধারন মানুষের বেলায়। রাস্তার পাশে খরকুটু দিয়ে আগুন জালিয়ে শীতের তিব্রতা থেকে রক্ষার চেষ্ঠা করছে অনেকেই। বোচাগঞ্জের হাট বাজার গুলোতে নতুন কাপড়ের দোকানে ভীড় না খাকলেও পুরাতন কাপড় বিক্রেতাদের দোকানে ভীড় দেখা যাচ্ছে। অল্প দামে পুরনো কাপড় কিনে শীত নিবরন করছে অসহায় নিম্ন আয়ের মানুষ।

Spread the love