শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বোদায় কেন্দ্র সচিবের অবহেলায় ভিন্ন প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

মোঃ নুরেহাবিব সোহেল,বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ

চলতি বছর অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় মঙ্গলবার জীব বিজ্ঞান সৃজনশীল পরীক্ষায় বোদা পাইলট স্কুল এন্ড কলেজে কেন্দ্র সচিবের অবহেলায় ভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয়েছে। এর প্রতিবাদে কেন্দ্র সচিবের অপসারনের দাবিতে শিক্ষার্থীরা বোদা বাসস্ট্যান্ডে বিকেল থেকে কয়েক ঘন্টাব্যাপী পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। দিনাজপুর বোর্ডের জীব বিজ্ঞান ১মপত্র পরীক্ষায় ‘‘ক’’সেটে পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা থাকলেও বোদা পাইলট স্কুল এন্ড কলেজের কেন্দ্র সচিব ও ওইস্কুলের প্রধান শিক্ষক জামিউল হকের দায়িত্বহীনতার কারণে ‘‘খ’’ সেটে  অনুষ্ঠিত হয়। ওই কেন্দ্রে ১৬২ জন শিক্ষার্থী জীব বিজ্ঞান ১ম পত্র সৃজনশীল পরীক্ষায় অংশ গ্রহন করে। এব্যপারে বোদা মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব জামিউল হক ভিন্ন প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা গ্রহন করার সত্যতা স্বীকার করেন। বোদা কেন্দ্রের কেন্দ্র পরিদর্শক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ার জানান, ক সেটের পরীক্ষা গ্রহন করার অনুমোদন দিলেও কেন্দ্র সচিব খ সেটে  পরীক্ষা গ্রহন করেছে। বিষয়টি অভিভাবকরা জানতে পারলে তারা সন্তানদের ফলাফলের বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। শিক্ষার্থী মুমু জানায় আমাদের ভবিষ্যৎ কি হবে। আমরা কেন্দ্র সচিবের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করছি । এ রির্পোট লেখা পর্যন্ত অবরোধ চলছিল।

 

 

Spread the love