শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বোদায় জাতীয় স্যানিটেশন মাসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ ‘‘সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন’’ এই প্রতিপাদ্য নিয়ে বোদা উপজেলার ময়দানদিঘী, সাকোয়া ইউনিয়নে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা, উপকরণ বিতরণী অনুষ্ঠান গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। ২নং ময়দানদিঘী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইএসডিও’র এসএলইডবিস্নউপি প্রকল্প ও ওয়াটার এইড বাংলাদেশ এর সহযোগিতায় র‌্যালী, আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠান পালন করা হয়। র‌্যালীটি ইউনিয়ন পরিষদের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউ’পি চেয়ারম্যান মোঃ আব্দুর জববারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ আসাদুলস্নাহ আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লাইলি বেগম। আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক একরামুল হক, সহকারী প্রধান শিক্ষক দবিরুল ইসলাম, সুপার মোঃ আব্দুল মান্নান, ইউনিয়ন ফেসিলিলেটর মোছাঃ মেরীনা আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আবুল কালাম আজাদ। শেষে অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপকরণ বিতরণ করেন। অপর দিকে ৯ নং সাকোয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইএসডিও’র এসএলইডবিস্নউপি প্রকল্প ও ওয়াটার এইড বাংলাদেশ এর সহযোগিতায় র‌্যালী, আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠান পালন করা হয়। র‌্যালীটি ইউনিয়ন পরিষদের বিভিন্ন রাসত্মা প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউ’পি চেয়ারম্যান মোঃ সায়েদ জাহাঙ্গির হাসান সবুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্যানেটারি ইন্সুপেক্টর মোঃ ছলিমুল বারী, ইএসডিও’র কমিউনিটি ডেভলাপমেন্ট অফিসার মানিক সরকার, আওয়ামীলীগ নেতা আসাদ আলী, সাবেক নৌ বাহিনীর সুলতান, সহকারি প্রধান শিক্ষক তনকিনুর রহমান, অখিল চন্দ্র, ইউনিয়ন ফেসিলিলেটর মোছাঃ আয়শা ছিদ্দিকা রেশমি, ইউ’পি সদস্য হারম্নন-অর রশিদ প্রমুখ। শেষে অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপকরণ বিতরণ করেন।

Spread the love