বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোদায় দু’দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

বোদায় ২ দিনব্যাপী স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণ শীর্ষক বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. সালাহউদ্দীন। আজ রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সালাহউদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মো. আসাদুল্লাহ আসাদ, মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. লাইলী বেগম। মুল নিবন্ধ উপস্থাপন করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আখতার হামিদ দেওয়ান। স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনীতে বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল রৌফ, সেলিম খান, মশিউর রহমান, লিটন মুন্সী, সাইদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, অনুভব সংস্থার নির্বাহী পরিচালক আমির হোসেন বাবু প্রমুখ। এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক,এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন পেশাজীবিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মেলার ষ্টলগুলো পরিদর্শন করে।

Spread the love