শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বোদায় বাল্য বিবাহ প্রতিরোধে এ্যাডভোকেসী সভা

মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদায় বাল্য বিবাহ প্রতিরোধে এ্যাডভোকেসী সভা ও র‌্যালী মঙ্গলবার বিকেলে ময়দানদিঘী ইউনিয়ন পরিষদ হলরম্নমে অনুষ্ঠিত হয়।

 

কারিতাস বাংলাদেশ এর সহযোগিতায় আলোর ঘর (লাইটহাউস) প্রকল্পের আয়োজনে র‌্যালীটি ইউনিয়ন পরিষদ চত্বর প্রদক্ষিণ করে হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। ময়দানদিঘী ইউ’পি চেয়ারম্যান মোঃ আব্দুল জববারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়দানদিঘী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ ফইমউদ্দীন, কারিতাস আলোর ঘর প্রকল্পের কর্মকর্তা উজ্জল মিনজ, পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন-অর-রশিদ, এসভিডির পরিচালক মোঃ মিজানুর রহমান।

আরো বক্তব্য রাখেন ময়দানিদঘী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আহসান হাবিব, ময়দানদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দবিরুল ইসলাম, ছাত্রী দিলরুবা, সাবিনা, উম্মে বিন সানজি, রুনা আক্তার, ছাত্র ইমাম হাসান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোদা তামাক কোয়ালিশন ফোকাল পারর্সন সফিউল আলম টুটুল ও আলোর ঘর (লাইটহাউস) প্রকল্পের মাঠ সমন্বয়কারী মোঃ নুর ইসলাম। এ সময় স্থানীয় প্রশাসন, অভিভাবক সদস্য, এসএমসি সদস্য, শিক্ষক, সাংবাদিক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Spread the love