শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোদায় বিএনপির’র আহবায়ক কমিটি বাতিল!! পূর্বের কমিটি বহাল

নুরেহাবিব সোহেল,বোদা(পঞ্চগড়) প্রতিনিধিঃ

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব ও দপ্তর সম্পাদক রুহুল কবীর রিজভী কর্তৃক স্বাক্ষরিত এক পত্রে বোদা উপজেলা ও পৌর বিএনপির’র আহবায়ক কমিটি বাতিল ও পূর্বের কমিটি বহাল করা হয়েছে। বোদা উপজেলা বিএনপি দীর্ঘদিন থেকে দুটি গ্রুপে বিভক্ত। একটি গ্রুপের নের্তৃত্ব দেন সাবেক সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা বিএনপির সভাপতি মোজাহার হোসেন অপর গ্রুপের নের্তৃত্বে রয়েছে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফরহাদ হোসেন আজাদ। ইতিপূর্বে ভারপ্রাপ্ত মহাসচিবের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে পঞ্চগড় জেলা বিএনপি’র কমিটি বাতিল করে আহবায়ক কমিটি গঠন করা হয় সেই কমিটি বোদা উপজেলা ও পৌর বিএনপি’র পূর্নাঙ্গ কমিটি ভেঙ্গে দিয়ে আহবায়ক কমিটি গঠন করেছিল। এ বিষয়ে বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারার দৃষ্টি আর্কষন করলে তিনি জানান, ফরহাদ হোসেন কেন্দ্রীয় প্রভাব খাটিয়ে পঞ্চগড় জেলা বিএনপির কমিটি ভেঙ্গে দেয় এবং তার নের্তৃত্বে তার লোকদের নিয়ে বোদা উপজেলা ও পৌর আহবায়ক কমিটি গঠন করে যা সম্পূর্ন অরাজনৈতিক। বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন হাসান জানান, আহবায়ক কমিটি ভেঙ্গে দেয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে এবং  তৃণমুল পর্যায়ে নেতা কর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে। উল্লেখিত বিষয়ে বিলুপ্ত কমিটির বোদা পৌর বিএনপির আহবায়ক  হকিকুল ইসলাম তার প্রতিক্রিয়ায় জানান, মোজাহার হোসেন প্রভাব খাটিয়ে আহবায়ক কমিটি বিলুপ্ত করে সুশৃঙ্খলিত বোদা উপজেলা ও পৌর বিএনপিকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছেন যা আগামী দিনে বিএনপির রাজনীতির  জন্য সুখকর হবেনা। এই বিষয় নিয়ে ফরহাদ হোসেন আজাদের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দীর্ঘ ১৫ বছর পরে বোদা উপজেলা বিএনপির মধ্যে যে সম্বনয় সাধিত হয়েছিল নতুন আহবায়ক কমিটি কে ঘিরে, তা এক শ্রেণীর স্বার্থানেষি মহল যারা ওয়ান ইলেভেনের সময় দলের সাথে সংস্কারবাদী হয়ে বেঈমানি করেছিল। খালেদা জিয়া ও তারেক রহমান সমন্ধে কটুক্তি ও ভৎসনা করেছিল। তাদের অপচেষ্টায় তৃর্ণমুল নেতা কর্মীরা হতাশ হয়ে পড়েছে যা দলকে সংঘাতের দিকে নিয়ে যাবে। তিনি আশাবাদ ব্যক্ত করে জানান,কেন্দ্র দ্রুত সিদ্ধান্ত নিয়ে  বোদা উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি পূর্ণবহাল করে সংস্কারবাদী, চক্রান্তকারীদের হাত থেকে দলকে রক্ষা করবে। সাবেক সংসদ সদস্য মোজাহার  হোসেনের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,নিজের দোষে মরে বান্দা যমকে দেয় দোষ। রাজনৈতিক সচেতন মহল মনে করে বিএনপির বার বার কমিটি গঠন এবং ভেঙ্গে দেয়ার কারণে তৃণমুল নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে ও নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। আগামী আন্দোলন সংগ্রামে এর প্রভাব পড়বে বলেও তাদের ধারনা।

 

Spread the love