শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বোদায় বিদ্যালয় ও কলেজ পুনর্বহালের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ জাতীয়করণের তালিকা থেকে বাদ পড়ায় পুনর্বহালের দাবীতে সোমবার দুপুর ১২ থেকে ১টা পর্যন্ত বোদা-পঞ্চগড় মহাসড়কে মানববন্ধন কর্মসুচী পালন করে। রোদ ও বৃষ্টিকে উপেক্ষা করে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, শিক্ষক/কর্মচারীরা অংশ নেয়। এ সময় উপজেলার শত শত উৎসুক জনতা মানববন্ধন দেখার জন্য ভীড় জমায়। মানববন্ধন চলাকালে বোদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল সহ অন্যান্য শিক্ষকরা বক্তব্য রাখেন। বক্তব্যে বলা হয় বোদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজটি জাতীয়করণের উপযুক্ত। তাই কোন যৌক্তিক কারন ছাড়াই উক্ত বিদ্যালয়টি জাতীয়করণের তালিকা থেকে বাতিল করা অত্যন্ত দুঃখজনক। বিদ্যালয়টিকে পুনবহালের দাবীতে সোমবার থেকে মানববন্ধন ও কালো ব্যাচ ধারণ সহ বিভিন্ন কর্মসুচীর ঘোষনা করা হয়েছে। বিক্ষোভ মিছিল, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান সহ ২২ আগষ্ট উপজেলা সদরে অর্ধ-দিবস হরতাল কর্মসুচী হাতে নেয়া হয়েছে। উল্লেখ, যে গত ২৮/০৬/২০১৬ খ্রিঃ তারিখে দেশের ১৯৯টি কলেজের তালিকা প্রকাশ করা হয়। উক্ত তালিকাতে বোদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজটি অন্তর্ভুক্ত ছিল। কিন্তু গত ২৪/০৭/২০১৬ খ্রিঃ তারিখে কোন অজ্ঞাত কারণে তা বাতিল করা হয়। এতে উক্ত বিদ্যালয় ও কলেজের শিক্ষকসমাজ সহ শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়ে।

Spread the love