শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোদায় শিক্ষা বাজেট নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় শিক্ষা বাজেট নিয়ে মতবিনিময় সভা চ্যানেল আই এর উদ্যোগে গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় গতকাল বুধবার বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়৷ শিক্ষা বাজেটের মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব মোঃ নজরুল ইসলাম খান৷ চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এর সঞ্চালনায় আগামী বাজেটে শিক্ষা বাজেটকেমন চাই শীষর্ক মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়৷ মতবিনিময় সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠারে শিক্ষক, িশক্ষিকা, শিক্ষাথী সহ সুশিল সমাজের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন৷ বক্তারা শিক্ষা বিষয়ে নানান সমস্যা, সম্ভাবনা, প্রত্যাশা ও চাহিদার কথা তুলে ধরেন৷ মতবিনিময় সভায় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন পঞ্চগড়২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন, পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, প্রধানমন্ত্রী কার্যালয়ের তথ্য প্রযুক্তি কর্মকতা নাইমুজ্জামান মুক্তা, গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবধন বর্মন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তাজুল ইসলাম, বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম সাবুল৷ এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুফিউল্লাহ সুফি, দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাসনাত্ জামান চৌধুরী জর্জ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন৷

Spread the love