শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোদায় শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশায় বোরো বীজতলা নষ্ট হতে বসেছে

Boro Bij tolaমোঃ নুরেহাবিব সোহেল,বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ

অব্যাহত শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশায় বোদা উপজেলার অধিকাংশ বোরো বীজতলা কোল্ড ইনজুরিতে নষ্ট হতে বসেছে। বোরো আবাদকে সামনে রেখে কৃষকেরা ব্যাপক উৎসাহ নিয়ে বীজতলা তৈরী ও বীজ বোপন শুরু করেছিল। হলুদ বা বিবর্ণ রং ধারন করে মরে যাচ্ছে ধানের চারা।  শীত ও ঘন কুয়াশার কারণে নষ্ট বীজতলা নিয়ে কৃষকরা দিশেহারা। কৃষকেরা জানান গত কয়েকদিন ধরে সূর্য্যের দেখা না পাওয়ায় তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। এভাবে চলতে থাকলে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যহত হবে। এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা জানান ডিসেম্বর মাসে যে বীজতলা তৈরী করা হয়েছে তা একটু ক্ষতির সম্মুখিন হচ্ছে। বীজতলা সংরক্ষন করার জন্য রাতে বীজতলা পানি দিয়ে ভরে পলিথিন দিয়ে ঢেকে রাখলে ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। সুর্য্যের তাপমাত্রা বাড়লে বীজতলা আবার সবল হয়ে উঠতে শুরু করবে।

Spread the love