শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাজিলে যাত্রীবাহী বিমানের জরুরি অবতরণ

land air ইন্টারন্যাশনাল ডেস্ক: ব্রাজিলে এভিয়াঙ্কা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ব্রাসিরিয়ায় জরুরি অবতরণ করেছে নিরাপদভাবেই। বিমানটির ল্যান্ডিং গিয়ার বিকল হয়ে যাওয়ায় সামনের চাকা আটকে যায়। এ অবস্থায় সামনের চাকা ছাড়াই বিমানটি অবতরণ করে।  শুক্রবার এই ঘটনা ঘটে। বিমানটিতে ৪৯ জন আরোহীর কেউই এ ঘটনায় আহত হয়নি। ফক্কার ১০০ জেট বিমানটি পেছনের চাকার ওপর ভর করে রানওয়েতে অবতরণ করে। ব্রাজিলের বিমান বাহিনী জানিয়েছে, বিমানবন্দরের অগ্নিনির্বাপক কর্মীরা বিমানটিতে সম্ভাব্য আগুন লাগা প্রতিরোধে প্রস্ত্তত ছিল।

বিমানটির পাইলট ক্যালমেনিয়ন্ত্রণকক্ষে জরুরি বার্তা দিয়ে জ্বালানি ফুরাতে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার আকাশে বেশ কিছুক্ষণ চক্কর দেন। এভাবে তিনি বিমানটির ওজন কমান। নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে পাইলটের কথোপকখনের ধারণকৃত অংশ গে­াবো নিউজ টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হয়। তা থেকেই পাইলটের এই বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। বিমান বাহিনীর একজন মুখপাত্র বলেন, ‘‘বিমানটিতে হাইড্রলিক সমস্যা দেখা দেয়ায় সামনের গিয়ার খোলা যাচ্ছিল না। এই পরিস্থিতিতে পাইলট বেলি ল্যান্ডিং (বিমানের পেটের ওপর ভর দিয়ে অবতরণ) করেছেন।’’ বিমানটির জরুরি অবতরণের কারণে ব্রাসিলিয়ার দুটি রানওয়ে বন্ধ করে দেয়া হয়। পাশাপাশি দেশটির চতুর্থ বৃহৎ বিমানবন্দরটিতে বিমান চলাচল সূচিতে বিলম্ব হয়।

Spread the love