মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বড়পুকুরিয়া কোল মাইন অফিসার্স এসোসিয়েশনের শপথ গ্রহণ উপলক্ষে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বড়পুকুরিয়া কোল মাইন অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বড়পুকুরিয়া কয়লা খনি সম্মেলন কক্ষে রোববার সন্ধ্যায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,পেট্রো বাংলা বিসিএস বোর্ডের পরিচালক মোহাম্মদ ইমাদুদ্দীন। বড়পুকুরিয়া কোল মাইন অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আবুল কাসেম প্রধানীয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, বড়পুকুরিয়া কোল মাইনিং এর ব্যবস্থাপনা পরিচালক আমিনুজ্জামান।

আলোচনা শেষে দিনাজপুর বড়পুকুরিয়া কোল মাইন অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান চলে গভীর রাত পর্যন্ত।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিনাজপুর বড়পুকুরিয়া কোল মাইন অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ১৩ সদস্য একটি দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি গঠিত হয়। কমিটি সভাপতি আবুল কাসেম প্রধানীয়া,সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আলী,সহ-সভাপতি একেএম বদরম্নল আলম,সাধারণ সম্পাদক আনিসুজ্জামান,সহ-সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সরকার,সাংগঠনিক সম্পাদক ইউনোছ আলী,প্রফেসনাল সম্পাদক শরীফুল ইসলাম,অর্থ সম্পাদক ফাইজ উদ্দিন মৃধা,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাজিউল ইসলাম সাজু,দপ্তর সম্পাদক মোহাম্মদ হানিফ, কার্যকরী সদস্য মাসুদুর রহমান হাওলাদার,সৈয়দ মোহাম্মদ হোসেন ও ওবায়দুর রাকিব।

প্রধান নির্বাচন কমিশন ছিলেন বড়পুকুরিয়া কোল মাইনিং এর উপ-মহা ব্যবস্থাপক গোপাল চন্দ্র সাহা।

Spread the love