শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বড়পুকুরিয়া কয়লাখনিতে শ্রমিকদের সংঘর্ষ : আহত ৪

Kolyবড়পুকুরিয়া কয়লাখনির আসাবিক গেটের সামনে  আজ শনিবার বেলা ১১ টার দিকে শ্রমিক কর্মচারী ইউনিয়নের দুটি গ্র“পের মধ্যে মারাত্বক সংঘর্ষ হয়েছে। এতে বেশ কজন শ্রমিক হতাহতের শিকার হন। আহতদের মধ্যে সংগঠনের সভাপতি ওয়াজেদ আলী সদস্য রবিউল ইসলাম, রফিকুজ্জামান রাজু ও সৈয়দার আলীকে হাসপাতালে  ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক ইউনিয়নের মধ্যে প্রায় দেড় বছর ধরে নানা ইস্যুতে দুটিপ্েক্ষর অবস্থান স্পষ্ট হয়ে উঠে। একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছিলেন চলমান সভাপতি ওয়াজেদ আলী এবং অপর পক্ষে সাবেক সভাপতি রবিউল ইসলাম। হাসপাতালে ভর্তি সভাপতি ওয়াজেদ আলী জানান, স¤প্রতি পেট্টো বাংলার একটি নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ রবিউল গংরা সাধারণ শ্রমিকদের উস্কে দিয়ে সংঘর্ষ বাধিয়ে দেয়। অপর দিকে সাবেক সভাপতি রবিউল ইসলাম বলেন দেড় বছরের আয় ব্যায়ের হিসাব চাওয়া নিয়ে সাধারণ সদস্য রাহেনুল ইসলাম মাইকিং মাধ্যমে তলবি সভা ডাকায় চলমান নেতৃত্ব বিক্ষুব্ধ হয়ে সাধারণ শ্রমিকদের উপর হামলা চালায়। খনি এলাকায় শ্রমিক অসন্তোষসহ টান টান উত্তেজনা চলছে।

Spread the love