শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বড়াইগ্রামে পূজামন্ডপের ৫ প্রতিমা ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা

সপ্তকা বিশ্বাস, বড়াইগ্রাম (নাটোর):

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রোলভা গ্রামে হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে নির্মানাধীন সার্বজনীন পূজামন্ডপের ৫টি প্রতিমা শুক্রবার রাতে ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। এতে হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। পাশাপাশি পূজা উদযাপনে নিরাপত্তা নিয়েও শংকিত হয়ে পড়েছে এই সম্প্রদায়ের লোকজন।

পূজামন্ডপের সভাপতি নিরেন্দ্রণাথ তলাপাত্র জানান, রাত ১২টা পর্যন্ত পূজা কমিটির অনেকেই মন্ডপটির কাছে ছিলো। তারপর রাতের কোন এক সময় আয়োজক ও প্রতিমা শিল্পীদের অনুপস্থিতির সুযোগে দুর্বৃত্তরা আকস্মিক ভাবে এসে প্রতিমাগুলোতে ভাংচুর চালায়। দুর্বত্তরা প্রতিমা দূর্গার মাথা ও হাত, প্রতিমা অশুর, লক্ষীর ও স্বরস্বতির মাথা এবং গনেশের হাত ভেঙ্গে ফেলেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাটোর পুলিশ সুপার শ্যামল কুমার মূখার্জী, বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এ ঘটনার পর সকল পূজা মন্ডপে পুলিশী টহল জোরদার করা হয়েছে।

Spread the love