মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভর্তি পরীক্ষায় হরতাল না দেয়ার আহ্বান রাবি উপাচার্যের

292801_506041776073355_842089242_nসাব্বির হোসেন অনিক (রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক) ঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের আগামি ৫-৯ ডিসেম্বর ভর্তি
পরীক্ষায় হরতাল-অবরোধ না দেয়ার জন্য বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়েছেন
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য।
বিরোধী দলের হরতালের কারণে এক দফা পরীক্ষার তারিখ পেছানোর পর উপাচার্য
অধ্যাপক মিজানউদ্দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিরোধীদলের
নেতার এই প্রতি এই আহ্বান করেন।
দুপুর ১২টায় উপাচার্য লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে মুহম্মদ মিজানউদ্দিন
বলেন, ‘দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছে। অনেক
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। রাজনৈতিক অস্থিরতার কারণে
আমরা এখনও পরীক্ষা গ্রহণ করতে পারিনি।
সঠিক সময়ে পরীক্ষা গ্রহণ করতে না পারলে শিক্ষাকার্যক্রম মারাত্মক
ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন অনিশ্চয়তায় পতিত হবে।’
তিনি আরো বলেন, ‘গত ১০ থেকে ১৪ নভেম্বর ভর্তি পরীক্ষা গ্রহণের তারিখ
নির্ধারিত হলেও রাজনৈতিক অবস্থার অবনতি ঘটলে পরীক্ষা পুনরায় পিছিয়ে আগামী
৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
সাম্প্রতিক পরিস্থিতিতে এ সময়ের ভিতর পরীক্ষা নেওয়া বর্তমানে অনিশ্চিতার
কথা উল্লেখ করে উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষা দিতে দেশের বিভিন্ন অঞ্চল
থেকে আগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কল্যাণে বিরোধী দলীয় নেত্রী
খালেদা জিয়ার কাছে পরীক্ষা চলাকালে হরতাল না দেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক
চৌধুরী সারওয়ার জাহান, রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক, প্রক্টর অধ্যাপক
তারিকুল হাসান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক সাদেকুল আরেফিন মাতিন প্রমুখ।
এ বছর বিশ্ববিদ্যালয়ে তিন হাজার ৬০১টি আসনের বিপরীতে ১ লখ ৬৮ হাজার ২২৪
জন শিক্ষার্থী নিবন্ধন করেছে।

Spread the love