শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের সহজ জয়

আয়ারল্যান্ডের বিপক্ষে একতরফা ম্যাচে হেসেখেলেই জিতেছে ভারত। সহজ জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ খেলেছেন দুই ওপেনার রোহিত শর্মা ও শেখর ধাওয়ান। জুটি ভেঙেছে ১৭৪ রানে। ৬৪ রানে আউট হয়েছেন রোহিত। আর ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পূর্ণ করে সাজঘরে ফিরেছেন শেখর।

পরে বিরাট কোহলি (৪৪) ও আজিঙ্ক্য রাহানের (৩৩) ব্যাটে নির্ধারিত ওভারে উইকেটে হারিয়েই গন্তব্যে পৌঁছেছে ভারত। এই ম্যাচে একটি রেকর্ড গড়েছেন ধোনি। ভারতের হয়ে সর্বোচ্চ ১৭৫ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। তারপরেই রয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন (১৭৪টি ম্যাচ)।

নিউজিল্যান্ডের সিডন পার্কে আগে ব্যাটিং করে শুরু থেকে শেষ অবধি ভাল খেলেছে আয়ারল্যান্ড। হাফসেঞ্চুরি করেছেন নাইল ও’ব্রায়ান (৭৫ রান) ও অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড (৬৭ রান)। তাই গুটিয়ে যাওয়ার আগে ২৫৯ রান করতে পেরেছে আয়ারল্যান্ড। এ ছাড়া পল স্টারলিং ৪২ ও বালবিরনি ২৪ রান করেছেন।

ভারতের পক্ষে ৩টি উইকেট পেয়েছেন মোহাম্মদ সামি। এ ছাড়া অশ্বিন ২টি ও একটি করে উইকেট নিয়েছেন উমেশ যাদব, মোহিত শর্মা, রবিন্দ্র জাদেজা ও সুরেশ রায়না।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড : ২৫৯/১০, ওভার ৪৯ (নাইল ও’ ব্রায়ান ৭৫, পোর্টারফিল্ড ৬৭, স্টারলিং ৪২; সামি ৩/৪১)

ভারত : ২৬০/২, ওভার ৩৫.৫ (শেখর ১০০, রোহিত ৬৪, বিরাট ৪৪*, রাহানে ৩৩*; থমসন ২/৪৫ )

ফল : ভারত ৮ উইকেটে জয়ী

ম্যাচসেরা : শেখর ধাওয়ান

Spread the love