মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত ৫

1-CIMG3917 ভারতের মধ্যপ্রদেশে গোয়ালিয়রের কাছে বিমান বিধ্বস্ত হয়ে দেশটির নৌবাহিনীর পাঁচ জওয়ান নিহত হয়েছেন। ভারতের নৌবাহিনী জানিয়েছে, উত্তরপ্রদেশের আগ্রা থেকে উড্ডয়নের পর গোয়ালিয়র থেকে ৭২ কিলোমিটার দূরে ভেঙে পড়ে ভারতের সবচেয়ে বড় সামরিক পরিবহন বিমান সি-১৩০ জে হারকিউলিস। এতে বিমানে থাকা পাঁচ সেনাই নিহত হন। বিমানটি নিয়মিত প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছিল বলে বিমানবাহিনীর একজন মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন। নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে,  দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এইমধ্যে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। চার বছর আগে আমেরিকা থেকে কেনা ছয়টি সি-১৩০ জে হারকিউলিস সম্পতি ভারতীয় বিমান বাহিনীর অন্তর্ভূক্ত করা হয়। বিধ্বস্ত বিমানটি সেগুলোর একটি।’সুপার হারকিউলিস’ নামে পরিচিত একেকটি বিমানের দাম পড়েছিল ছয় হাজার কোটি ভারতীয় রুপি। সম্প্রতি মালয়েশিয়ার নিখোঁজ এমএইচ ৩৭০-এর খোঁজ চালাচ্ছিল এই বিমানটি।

Spread the love