বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভারতে ঘূর্ণিঝড় দুর্গতরা বাড়ি ফিরেছেন

ডেক্স নিউজ: ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

ভারতে শক্তিশালী ঘূর্ণিঝড়ে বাড়িঘর ছেড়ে যাওয়া ১০ লাখ মানুষ সোমবার ঘরে ফিরে এসেছে। ঝড়ে তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ধবংস হয়ে গেছে। ১৪ বছরের মধ্যে এটি ভারতে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়।

এদিকে দুর্গত মানুষের সাহায্যে ব্যাপক ত্রাণ তৎপরতা চলছে।

শনিবার ভারতের পূর্বাঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড়টি আঘাত হানার পর ১০ লাখ লোক তাদের বাড়িঘর ছেড়ে বিভিন্ন সরকারি ভবন ও আশ্রয় শিবিরে উঠতে বাঁধ্য হয়। ঝড়ে অমত্মত ১৮ জনের মৃত্যু ও উপকূলীয় এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।

ঘূর্ণিঝড় পাইলিন উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশে আঘাত হেনে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। ঝড়ে ট্রাক উল্টে যায় ও বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২শ কিলোমিটারের (১২৫মাইল) বেশি।

উড়িষ্যার বিশেষ ত্রাণ কমিশনার প্রদিপ্ত কুমার মহাপাত্র এএফপিকে জানান, প্রলয়ঙ্করী ঝড়টি কয়েকশ গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়ার পর ওই এলাকার প্রায় ছয় লাখ লোক বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যায়।

ঝড়ে গোপালপুরের আশপাশের এলাকা সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

সরকার ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানান, ঝড়ে উড়িষ্যায় ১৭ জন ও অন্ধ্র প্রদেশে একজনের প্রাণহানি ঘটেছে।

ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি ঝড়ে প্রাণহানির ঘটনায় রোববার রাতে গভীর শোক প্রকাশ করেন।

তিনি ত্রাণ তৎপরতা জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

Spread the love