শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভিক্ষুকদের পূনর্বাসনের জন্য বর্তমান সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে- প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আলহাজ্ব এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, পবিত্র রমজান মাসে গরীব-এতিমদের মাঝে খাদ্য বিতরণ ও সাহায্য সহযোগিতা করা অনেক গুণ ছওয়াবের সামিল। কিন্তু বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর সাহায্য সহযোগিতার করার মতো দুঃস্থ্য-গরীবদের সংখ্যা অনেক কমে গেছে। তিনি বলেন, দেশনেত্রী শেখ হাসিনার সরকারের আমলে দেশে কেউ গরীব থাকবেনা। এই লক্ষ্যে ভিক্ষুকদের পূনর্বাসনের জন্য বর্তমান সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।

গতকাল ১৮ জুলাই শুক্রবার দিনাজপুর ষ্টেশনক্লাবে জেলা আওয়ামীলীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত ইফতার মাহফিলে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আজিজুল ইমাম চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জনশীল গোপাল, জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, পুলিশ সুপার মো. রুহুল আমিন প্রমুখ। এছাড়াও জেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক রেজাওয়ানুর রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সকল সদস্য, বিরামপুর পেীরসভার সাবেক মেয়র মো. আক্কাস আলী, বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. সিদ্দিক গজনবী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সাইফুল ইসলামসহ সকল উপজেলা আওয়ামীলীগের সদস্যবৃন্দ, সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দসহ সকল শ্রেণীর পেশাজীবীগণ। বক্তব্য শেষে বিশেষ মোনাজাতে অংশ নিয়ে সকলেই দেশ, জাতির সুখ ও সমৃদ্ধির জন্য দোয়া করেন।

Spread the love