বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভুমিদস্যু আকবর’র বিরুদ্ধে দিনাজপুর প্রেসক্লাব কমপ্লেক্সে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি : ভুমিদস্যু আকবর’র বিরুদ্ধে দিনাজপুর প্রেসক্লাব কমপ্লেক্সে এলাকাবাসীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপশহর ৭নং ব্লকের বাসিন্দা মো. জাফরুল্লাহ চৌধুরী। তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেছেন, তার স্ত্রী মোছা. ইয়াছমিন পারভীন গত ২৩ বছর যাবত বসবাসরত বাড়ী উপশহর ৭নং ব্লকের ৫নং রোডে ৮১নং কোয়ার্টারের পার্শে খালি জায়গায় (নতুন ৮৬নং প্লট) তাবলিগী মারকাজ হতে পরিচালিত মাস্তরাতের (মহিলা) দ্বীনি তালিম করে আসছে। উক্ত তালিমের জন্য খালি জায়গাটি স্থায়ীভাবে ব্যবস্থার জন্য ১৯৯৮ইং হতে মার্চ’২০১৪ইং পর্যন্ত জাতীয় সংসদের মাননীয় হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুর জেলা প্রশাসক, জাতীয় গৃহায়ন কতৃপক্ষের চেয়ারম্যান বরাবর বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। যেহেতু আমার বাড়ির সামনে উক্ত জায়গার মুল হকদার তো আমিই হবো বলে তিনি বক্তব্যে উল্লেখ করেছেন। তিনি আরও জানান, বাসার সংলগ্ন উত্তর পাশ্বের বাসা নং-৭/এ ১-২ এর মালিক মৃত লালুর পুত্র মো. আকবর আলী আমার প্রাচীর ঘেরা দিয়ে পাকা বাড়ী করলে অন্যায় ও বেআইনীভাবে তা ভেঙ্গে দখলে নেয়। আকবর আলী ও তার স্ত্রী সুরভী পারভীনসহ তার গুন্ডা বাহিনী মিলে গত ০৪/০৫/১৪ইং রবিবার সকালে অবৈধভাবে বাড়ীটি ভেঙ্গে দখল করেছে। এছাড়াও আমার এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম উক্ত জমির পার্শে দেয়াল ঘেড়া পাকা বাড়ি তৈরী করে গত ৮/৪/১৪ইং তারিখে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বরাবর সরকারি জমি বরাদ্দের জন্য আবেদন করে। কিন্তু ভুমিদস্যু আকবর আলীর নিকট কোনরকম কাগজপত্র না থাকা সত্ত্বেও গুন্ডাবাহিনী দ্বারা বাড়ি ভেঙ্গে শহিদুলের জমিটি দখল করে নেয় তার বক্তব্যে উল্লেখ করেছেন। শহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, ইতিপূর্বে ভুমিদস্যু আকবর আলী হাউজিং এস্টেট অনেক সরকারি জমি দখল করে ভোগ করছে। এমনকি কোমলমতি শিশুদের জন্য বরাদ্দকৃত শিশুপার্কগুলোও দখল করার অভিযোগ আকবরের বিরুদ্ধে রয়েছে। শহিদুল আরও বলেন, ভুমিদস্যু আকবর আমার বাড়িতে বসবাসরত একজন ভুমিহীন আমজাদ কে রাতের অন্ধকারে পুলিশ দিয়ে বাড়ি থেকে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে স্থানীয় দৈনিক পত্রিকাগুলোতে আকবর আলীর বিরুদ্ধে সংবাদ পরিবেশনও হয়েছে বলে শহিদুল জানান। আকবর আলীর এহেন কার্যকলাপে প্রশাসন নিরব ভুমিকা পালন করছে। এ ব্যাপারে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট সুষ্টু বিচার দাবী করেছেন জাফরুল্লাহ চৌধুরীসহ মো. শহিদুল ইসলাম, সৈয়দ মোকসেদুর রহমান জিয়া, মাহমুদুল হাসান প্রিন্স।

Spread the love