শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভুল চিকিৎসায় দিনাজপুরের বীরগঞ্জের নবজাতক ও প্রসূতির মৃত্যু

Sisu-03বীরগঞ্জ প্রতিনিধিঃ ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলা  এবং ভূল চিকিৎসার কারণে বীরগঞ্জের এক নব জাতক ও প্রসূতির মায়ের মৃত্যু হয়েছে।

নিহত গৃহবধু উপজেলার শিবরামপুর ইউনিয়নের মদনসাঁকো গ্রামের মদন রায়ের স্ত্রী জবা রাণী রায় (৩৫)।

ঠাকুরগাঁও শহরের নিউ স্কয়ার হাসপাতাল নামে একটি প্রাইভেট ক্লিনিকে সোমবার রাতে ম্যানেজার ও সেবিকার ভুল চিকিৎসায় জবা রাণী (৩০) নামে ওই প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার সকাল ১১টায় এ ঘটনায় ঠাকুরগাঁও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিমুল বারীর নেতৃত্বে পুলিশ ওই ক্লিনিকে অভিযান চালায় এবং ক্লিনিক  সিলগালা করেন।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে পুলিশ সহকারী ম্যানেজার ফেরদৌস আলম, নার্স শিলা রাণী সরকার ও শাহানাজ পারভীন শাপলা নামে ৩ জনকে গ্রেফতার  করে।

নিহত জবা রাণী রায়ের স্বামী মদন রায় জানান, গত সোমবার সন্ধ্যায় তার স্ত্রী প্রসুতি ব্যাথা অনুভব করলে স্থানীয় দালালের সহায়তায় ঠাকুরগাঁও জেলা সদরের নিউ স্কয়ার হাসপাতাল ভর্তি করে। ডাক্তার ছাড়াই ক্লিনিকের ম্যানেজার ও নার্স তার স্ত্রীর শরীরে অস্ত্রোপাচার করেন তিনি অভিযোগ করেন। রাতেই নবজাতক ও প্রসুতি মায়ের মৃত্যু হয়।

মদন রায়ের বড় ভাই শিবরামপুর ইউনিয়ন পরিষদ সদস্য রনজিত রায় জানান, ঠাকুরগাঁও সদর থানায় এ বিষয়ে অভিযোগ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই এলাকার শিবরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনক চন্দ্র রায়।

ঘটনার সত্যতা স্বীকার করে ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ খান জানান, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love