শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভেনিজুয়েলায় মাদূরার পক্ষে-বিপক্ষে সমাবেশ

Venezuela Protestsভেনিজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার দেশটির বামপন্থী মাদূরো সরকারের সমর্থক ও বিরোধীরা পাল্টাপাল্টি মিছিল সমাবেশ করেছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দুষ্প্রাপ্যতার কারণে দেশটিতে যখন বিক্ষোভ ও অসমেত্মাষ বৃদ্ধি পাচ্ছে, ঠিক সে সময়ে এ পাল্টাপাল্টি সমাবেশ হল। সাদা পোশাক পরিহিত প্রায় ৩ হাজার সরকার বিরোধী ভেনিজুয়েলার লাল, নীল ও হলুদ রঙের জাতীয় পতাকা হাতে রাজধানীর একটি ধনী এলাকায় জড়ো হয়ে আশপাশের রাসত্মায় ছড়িয়ে পড়ে। মাত্র কয়েক দিন আগে এক বিক্ষোভ চলাকালে তিন জন নিহত হয়। এএফপি’র খবরে বলা হয়, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদূরোর শাসনামলে অপরাধ বেড়ে যাওয়া, জিনিষপত্রের দাম বৃদ্ধি এবং টয়লেট পেপারের মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অপ্রতুলতার করণে প্রায় দুই সপ্তাহ ধরে সরকার বিরোধী এ বিক্ষোভে অংশগ্রহণকারীদের অধিকাংশই ছাত্র। শনিবার রাজধানী বিভিন্ন স্থানে বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা আটক প্রায় ১০০ ছাত্র ও অন্যান্য বিরোধী কর্মীর মুক্তি ও সরকার বিরোধীদের ওপর দমনপীড়নের অবসানের দাবি জানায়। তবে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে অমত্মত একটি বিক্ষোভ ভন্ডুল করে দেয়। ১২ দিন ধরে চলা সরকার বিরোধীদের বিক্ষোভ সমাবেশের বিরুদ্ধে মাদূরো সমর্থকদের পাল্টা সমাবেশের সিদ্ধামত্ম সহিংসতার মাত্রা বাড়িয়ে দেয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ভেনিজুয়েলায় সরকার বিরোধীদের কথিত গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করেছেন। কলম্বিয়ারর সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবেকে যুক্তরাষ্ট্রের মিত্র ও ভেনিজুয়েলার শত্র‘‘ আখ্যায়িত করে কারাকাসের কেন্দ্রস্থলে জড়ো হওয়া হাজার হাজার সমর্থকের সামনে দেয়া বক্তৃতায় মাদূরো তার দেশে চলমান অস্থিরতার জন্য আলভারোকে দায়ী করেন।

ল্যাটিন আমেরিকার বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। শনিবার ওয়াশিংটনে ভেনিজুয়েলার দূতাবাসের সামনে অনেক কর্মী জড়ো হয়। এদের অধিকাংশই যুবক। এ সময় তারা ‘এসওএস ভেনিজুয়েলা’ ‘আমরা স্বৈরতন্ত্রকে প্রত্যাখ্যান করছি’ ও ‘ভেনিজুয়েলার বিক্ষোভকারীরা একা নয়’ লেখা সম্বলিত ব্যানার বহন করে। এদের অনেকে ভেনিজুয়েলার পতাকার রঙের পোশাক পরেছিলেন।

Spread the love