শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মন্ত্রিসভায় উপানুষ্ঠানিক শিক্ষা আইনের খসড়া অনুমোদন

Pmপ্রাথমিক ও গণশিক্ষার ক্ষেত্র বিস্তৃত ও এর

গুণগত

মান বৃদ্ধির লক্ষ্যে ‘উপানুষ্ঠানিক শিক্ষা আইন-

২০১৪’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে

মন্ত্রিসভা। আজ সোমবার সকালে জাতীয় সংসদ

ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে

মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া

হয়। বৈঠক শেষে দুপুরে বাংলাদেশ সচিবালয়ের

মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ

হোসেন ভূঁইয়া সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, যেসব শিশু মূলধারার শিক্ষার সঙ্গে

যুক্ত হওয়ার উপযুক্ত, কিন্তু বিদ্যালয়ে যেতে পারছে

না। নানা কারণে ছিটকে পড়ছে, তাদের জন্য এ

আইনটি করা হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, অনেকদিন যাবতই

আইনটি প্রণয়নের জন্য কাজ করা হচ্ছে। গত

বছরের ৬ মে মন্ত্রিসভার বৈঠকে আইনটি নিয়ে

আলোচনা হয়, তখন কিছু পর্যবেক্ষণ দেয়া হয়।

পরে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি মন্ত্রিসভার

বৈঠকে আইনটির খসড়ার নীতিগত অনুমোদন

দেয়া হয়। আর আজ দেয়া হলো আইনটির খসড়ার

চূড়ান্ত অনুমোদন। তিনি বলেন, আইনটি

বাস্তবায়ন করবে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। তবে

উপানুষ্ঠানিক শিক্ষার কারিক্যুলাম তৈরি,

মূলধারার শিক্ষার সঙ্গে এর সামঞ্জস্য ইত্যাদি

দেখভাল করবে উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড।

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, এ বোর্ড এখনও

প্রতিষ্ঠিত হয়নি। আইনটি হয়ে গেলেই বোর্ড প্রতিষ্ঠা

করা হবে। আর বোর্ডের চেয়ারম্যান হবেন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। তিনি

বলেন, প্রয়োজনে উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড

সরকারের অনুমোদন নিয়ে আইনে প্রবিধান যুক্ত

করতে পারবে। তিনি আরো বলেন, তবে কেউ

উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকান্ডে বাঁধা সৃষ্টি করলে ৬

মাস কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অথবা

উভয় দন্ডে দন্ডিত করার বিধান আইনে রাখা

হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকের বৈঠকে

কুয়েতের সঙ্গে স্বাক্ষরের জন্য ‘এগ্রিমেন্ট বিটুইন দ্য

বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম, গভর্ণমেন্ট অব

দ্য পিপল’স রিপাবলিক অব বাংলাদেশ এন্ড কুয়েত

হাউস অব ন্যাশনাল ওয়ার্কস, গভর্ণমেন্ট অব দ্য

স্টেট অব কুয়েত ফর টুইনিং এন্ড কো-অপারেশন

এন্ড এক্সচেঞ্জ অব ওয়ার্ডস’ শীর্ষক চুক্তির খসড়া

অনুমোদন দেয়া হয়েছে। তিনি বলেন, এর ফলে

বাংলাদেশের সামরিক জাদুঘর ও কুয়েতের

লিবারেশন ওয়ার জাদুঘরের সঙ্গে তথ্য

আদান-প্রদান, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পারিক

সহযোগিতা বৃদ্ধি পাবে।

সচিব বলেন, আমাদের সামরিক জাদুঘরে

কুয়েতের এবং তাদের লিবারেশন ওয়ার জাদুঘরে

আমাদের একটি কর্ণার বা ওয়ার্ড থাকবে। তিনি

বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে স্বাক্ষরের জন্য

‘এগ্রিমেন্ট বিটুইন দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এন্ড

দ্য পিপল’স রিপাবলিক অব বাংলাদেশ অন

সার্টেইন এসপেক্টস অব এয়ার সার্ভিসেস’ শীর্ষক

চুক্তির খসড়ার অনুমোদন দেয়া হয়েছে। তিনি

আরো বলেন, এ চুক্তিটি হলে ইউরোপীয়

ইউনিয়নের সঙ্গে আমাদের বিমান চলাচল সন্ত্রান্ত

সহযোগিতা আরো বৃদ্ধি পাবে।

মোশাররফ হোসেন বলেন, ইউরোপীয়

ইউনিয়নের ৮টি দেশের সঙ্গে বিমান চলাচল সন্ত্রান্ত

চুক্তি আগে থেকেই রয়েছে। ওই সব চুক্তির সঙ্গে

সামঞ্জস্য রেখে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই

চুক্তিটি করা হচ্ছে। তিনি বলেন, বৈঠকের শুরুতে

মন্ত্রিসভা আইসিটি খাতে সাফল্যের কারণে

বাংলাদেশের ইন্টারন্যাশানাল টেলিকমিউনিকেশন

ইউনিয়ন (আইটিইউ)’র ইন্টারন্যাশানাল

সোসাইটি এওয়ার্ড লাভের জন্য প্রধানমন্ত্রী শেখ

হাসিনা এবং তার পুত্র ও আইটি বিষয়ক উপদেষ্টা

সজীব ওয়াজেদ জয়কে অভিনন্দন জানায়। বৈঠকে

বলা হয়, প্রধানমন্ত্রী এবং তার পুত্রের ডিজিটাল

বাংলাদেশ গঠনের অঙ্গীকার, রাজনেতিক সদিচ্ছা

ও দূরদৃষ্টির ফলে এই সাফল্য অর্জিত হয়েছে।

বৈঠকে আইসটি, ডাক ও টেলিযোগ মন্ত্রী ও

প্রতিমন্ত্রী এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর

হাতে এ পুরস্কার তুলে দেন। মন্ত্রিপরিষদ সচিব

বলেন, এছাড়া আজকের বৈঠকে বাণিজ্যমন্ত্রীর গত

১২ থেকে ১৪ মে পর্যন্ত কাতারের দোহায় অনুষ্ঠিত

‘১৪তম দোহা ফোরাম’ এবং ২১ থেকে ২৩ মে পর্যন্ত

ফিলিপাইনের ম্যানিলাতে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড

ইকোনোমিক ফোরাম অন ইস্ট এশিয়া’ শীর্ষক

সেমিনার সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।

 

 

 

 

 

Spread the love