মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহাকাশে ৬ মাস কাটিয়ে পৃথিবীতে আমেরিকান ও রাশিয়ান নভোচারী

Preparing for launch of Soyuz-FG rocket with Soyuz TMA-10M spacecraftডেস্ক নিউজ: রাশিয়ার দুই ও আমেরিকার এক নভোচারী ছয় মাসেরও বেশি সময় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে থাকার পর পৃথিবীতে ফিরে এসেছেন। মিশন কন্ট্রোল সূত্রে এ কথা জানা গেছে।

রাশিয়ার ওলেগ কটোভ ও সার্গেই রায়াজানস্কি ও ন্যাটোর মাইক হপকিন্সকে বহনকারী সয়ুজ ক্যাপসুলটি মঙ্গলবার কাজাখসত্মানে অবতরণ করে। খারাপ আবহাওয়ার কারণে কিছু জটিলতা তৈরি হলেও পরে নিরাপদেই তারা ফিরে আসেন।

Spread the love