শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহান মুক্তিযুদ্ধে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম-মনোরঞ্জন শীল গোপাল এমপি

ফজিবর রহমান বাবু।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সরকারি সকল নিয়োগে ক্ষুদ্র নৃ তাত্ত্বিক জনগোষ্ঠীর কোটা নিশ্চিত করতেই হবে। তিনি বলেন, পশ্চাৎপদ জনগোষ্ঠীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করবার ঘোষণা আমাদের মহান সংবিধানের সাংবিধানিক নিয়মেই। পশ্চাৎপদ জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসবার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বুধবার (১০ আগস্ট ২০২২) কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়নে হেকস/ইপার সহযোগিতায় বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি গোপাল আরও বলেন, ইতিহাসের সকল ন্যায় সঙ্গত সংগ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলন পাকিস্তান বিরোধী আন্দোলন মহান মুক্তিযুদ্ধে নৃ তাত্ত্বিক জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম। সাঁওতাল বিদ্রোহের চেতনায় সিধু কানুকে হৃদয়ে ধারণ করে তারা কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি। তাদের সহজ সরলতার সুযোগ নিয়ে একটি সম্প্রদায় তাদের ভূমিহীন এবং নিঃস্ব করতে এখনো তৎপর তাদের ভূমি লিখে নেওয়া এ বিষয়টি সম্পর্কে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, দিনাজপুর ইএসডিও রিভাইভ প্রকল্প এর প্রকল্প অফিসার মো. রাজিউর রহমান, কাহারোল ইএসডিও রিভাইজ প্রকল্প এর উপজেলা অফিসার মো. সেলিম উদ্দীন।

Spread the love