শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মাদক ও চোরাচালান প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বিজিবির

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিরা দেশ ও জাতির শত্রু। তাদের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে। ধ্বংস হচ্ছে যুবসমাজ। কিন্তু এসব মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি  সংখ্যায় কম। তাই তাদের প্রতিরোধ করা খুব কঠিন নয়। সকল শ্রেণিপেশার মানুষ ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের খুব সহজেই দমন করা সম্ভব। তাই সকল শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিব) দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মো. খালেকুজ্জামান পিএসসি। বিজিবি ২৯ ব্যাটালিয়নের আয়োজনে আজ রোববার সকাল ১১টায় দাইনুর সীমান্তের দাইনুর কালাইদিয়া মাদ্রাসা মাঠে চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং হত্যা ও আহত রোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সেক্টর কমান্ডার এ আহ্বান জানান। ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. কোরবান আলীর সভাপতিত্বে উপ-অধিনায়ক মেজর একেএম হাসিবুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিবেবে বক্তব্য রাখেন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, কমলপুর ইউপি চেয়ারম্যান মাজেদুর রহমান, পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রিক ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Spread the love