শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে : মির্জা ফখরুল

নসড়সরকারের বিরুদ্ধে গুম, হত্যা ও অপহরণের

অভিযোগও তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী

দল- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা

ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে

মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। তিনি

বলেন, পত্রিকার খবর বেরিয়েছে, গত ২

মাসে কেবল একটি জেলায় বন্দুকযুদ্ধে

আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ২৯ জন

গুলিবিদ্ধ হয়েছে। লক্ষ্মীপুরে ৪৬ জন

বিরোধীকর্মী নিহত হয়েছে। ৫ জানুয়ারি

নির্বাচনের পর থেকে দুই মাসে সারাদেশে

৩১০ জনকে হত্যা করা হয়েছে। গুম করে

ফেলা হয়েছে ৩২জনকে। সারাদেশে এমন

কোনো ঘর-বাড়ি নেই, সেখানে মানুষের

আর্তনাদ শোনা যায় না। আজ রবিবার

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক

আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বাধীনতা ফোরামের উদ্যোগে নবম জাতীয়

সংসদের বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল

আবদিন ফারুকের ওপর পুলিশি নির্যাতনের

৩য় বার্ষিকী উপলক্ষে এ নাগরিক সমাবেশ

অনুষ্ঠিত হয়। ২০০১ সালের ৬ জুলাই সংসদ

ভবনের কাছে ফারুক আহত হয়েছিলেন।

সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ

রহমাতুল্লাহর সভাপতিত্বে সমাবেশে অন্যদের

মধ্যে বিএনপির প্রচার সম্পাদক জয়নুল

আবদিন ফারুক, লিবারেল ডেমোক্রেটিক

পার্টির যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন

সেলিম, বিএনপির যুব বিষয়ক সম্পাদক

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা

বিষয়ক সস্পাদক খায়রুল কবীর খোকন

প্রমুখ বক্তব্য রাখেন।

ফখরুল তার বক্তব্যে সরকারকে পদত্যাগ

করার আহ্বান জানিয়ে হুঁশিয়ার করে বলেন,

সরকারকে বলব, এখনো সময় আছে,

পদত্যাগ করে নির্দলীয় সরকারের কাছে

ক্ষমতা ছেড়ে দিন। অন্যথায় যে পরিস্থিতির

সৃষ্টি হবে, তার দায়ভার আপনাদেরই নিতে

হবে। তিনি অভিযোগ করেন, ভিন্নমতের

লোকজনই নয়, মানবাধিকার সংগঠনগুলো

সরকারের হেনস্তা থেকে রেহাই পাচ্ছে না।

অধিকার, টিআইবি বা সুজন যারাই সত্য

বলছে তাদের নাজেহাল করা হচ্ছে।

সরকারের মন্ত্রীদের মধ্যে তারেক ভীতি দেখা

দিয়েছে দাবি করে ফখরুল বলেন, তারা

তারেক রহমানের বিরুদ্ধে কোনো

অভিযোগই প্রমাণ করতে পারেনি। তিনি

বলেন, সরকারের অনেক মন্ত্রীর কথা বার্তায়

বোঝা যায়, তাদের মধ্যে দলের সিনিয়র

ভাইস চেয়ারম্যান তারেক ভীতি রয়েছে। এ

সরকার তার (তারেক) বিরুদ্ধে কোনো

অভিযোগই প্রমাণ করতে পারেনি। সেজন্য

নানা অপপ্রচার চালাচ্ছে।

 

 

 

Spread the love