শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশীয় বিমান বিধ্বস্তে নিহত ২৯৮

Bimanইউক্রেনের পূর্বাঞ্চলের রাশিয়া সীমান্তবর্তী এলাকায় গতকাল বৃহস্পতিবার মালয়েশীয় এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তে ২৯৮ জনের প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ ও শোক জানিয়েছে বাংলাদেশ।

আজ শুক্রবার মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রী দাতো শ্রি আনিফা হাজী আমানকে পাঠানো এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, ‘বিমান দুঘর্টনায় প্রাণহানিতে আমরা খুবই ব্যথিত। দুর্ঘটনার শিকার যাত্রীর স্বজনদের জানাই গভীর সমবেদনা। একই সঙ্গে যাত্রী ও ক্রুদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

উল্লেখ্য, বিধ্বস্ত হওয়া বিমানটি নেদারল্যান্ডসের আমস্টারডাম শহর থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে যাচ্ছিল। এতে ২৮৩ জন ছিলেন যাত্রী ও ১৫ জন ক্রু ছিলো। বিমানটি ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

Spread the love