শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মৃত্যুদন্ডপ্রাপ্ত ৩০ আসামীকে রাষ্ট্রপতির ক্ষমা

 

Hamid২০০১ সাল থেকে এখন পর্যন্ত ফৌজদারী মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত ৩৩ জন আসামিকে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় মুক্তি বা সাজা পরিবর্তন করা হয়েছে। এরমধ্যে ৩০ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিও ছিলো।

আজ বুধবার ১০ম জাতীয় সংসদের ১ম অধিবেশনে সংসদ সদস্য পীর ফজলুর রহমানের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানান। এই সময়ের মধ্যে ২৩ জন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামির সাজা মওকুফ করা হয়েছে আর ৬ জন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তকে সাজা কমিয়ে যাবজ্জীবন দেয়া হয়েছে।
এছাড়াও ১ জন যাবজ্জীবনপ্রাপ্ত আসামির সাজা মওকুফ ও বাকীদের সাজা বিভিন্ন মেয়াদে কমানো হয়েছে বলেও সংসদকে জানান মন্ত্রী।
বন্দীদের প্রাণ ভিক্ষার আবেদন বা সাজা মওকুফের আবেদনের প্রেক্ষিতে তাদের মুক্তি বা সাজা মওকুফ করার বিষয়টি বিবেচনা করা হয়েছে বলে জানান মন্ত্রী।

Spread the love