বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মেক্সিকোয় ঘূর্ণিঝড় আগাথার আঘাতে ১০ জনের প্রাণহানি

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় ‘আগাথা’ আঘাত হেনেছে। এতে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে এবং নিখোঁজ রয়েছে আরও কয়েকজন। ঝড়ের কারণে ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে।  ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচকে) বলছে, প্রশান্ত মহাসাগরীয়  প্রথম মৌসুমি ঘূর্ণিঝড় আগাথা ১৯৪৯ সালের পর আঘাত হানতে যাওয়া সবচেয়ে শক্তিশালী ঝড় ছিল। উপকূলীয় পর্যটক শহরটিতে আঘাত হানার পর এটি দুর্বল হয়ে মূল ভুখন্ডের দিকে অগ্রসর হয়। তবে এর প্রভাবে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে এখনো বৃষ্টি হচ্ছে।  ওয়াহাকার গর্ভনর আলেজান্দ্রো মুরাত সংবাদ মাধ্যমকে জানান, ঝড়ের প্রভাবে মঙ্গলবার সকালেও প্রবল বৃষ্টি হয়। এতে নদীর কূল প্লাবিত ও ভূমিধস দেখা দিয়েছে।  তিনি আরও জানান, ঝড়ের কারণে ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং কয়েকজন নিখোঁজ রয়েছে।  উল্লেখ্য, ক্যাটাগরি টু হারিকেন হিসেবে আগাথা সোমবার ওয়াহাকার পুয়ের্তো অ্যাঞ্জেলের কাছে আঘাত হানে।  আটলান্টিক ও প্রশান্তমহাসাগরে সৃষ্ট গ্রীস্মমন্ডলীয় ঝড় প্রায় নিয়মিতই মেক্সিকোয় আঘাত হেনে থাকে।

Spread the love