শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেধাবী ছাত্রী শারমিন বাঁচতে চায়

p sarminনয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ সাপাহার চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের মেধাবী ছাত্রী শারমিন আক্তার (১৮) এর দু’টি কিডনী অকেজো হয়ে পড়েছে। তাকে প্রথমে ঢাকার ইনসাফ বারাকাহ কিডনী এন্ড জেনারেল হাসপাতালে প্রফেসর ডাঃ এহতেশামুল হক এর তত্ত্বাবোধানে চিকিৎসা দেওয়া হয়। ইতোমধ্যে তার চিকিৎসা ব্যায় নির্বাহ করতে পরিবারের সকল সহায় সম্বল নিঃশেষ হয়ে গেছে। বর্তমানে তার অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের কিডনী বিভাগে ডাঃ মনিরুল ইসলামের তত্ত্বাবোধানে চিকিৎসাধীন রয়েছে। তার সুচিকিৎসার জন্য প্রায় ১২ লক্ষাধীক টাকার প্রয়োজন বলে দায়ীত্বে নিয়জিত চিকিৎসকগন জানিয়েছেন। সে উপজেলার শীতলডাঙ্গা গ্রামের ভ্যান/রিক্সা চালক সাইফুল ইসলামের কন্যা। দরিদ্র পিতার পক্ষে এত টাকা যোগাড় করা মোটেও সম্ভব নয়। মেধাবী ছাত্রী শারমিন আকতারের চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে দেশের বিত্তবান দানশীলদের নিকট সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা- মার্কেন্টাইল ব্যাংক, সাপাহার শাখা চলতি হিসাব নং-০১৩৫১২১০০০২৭৯৪১। মোবাঃ- ০১৭১৩-৭২১৬৮৬ অথবা ০১৭১২-৬৩১৯২৮ নাম্বারে যোগাযোগের জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।

Spread the love