শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসির গোলে জয়ের ধারা অব্যাহত রেখেছে আর্জেন্টিনা

Bool-0পাল্টাপাল্টি আক্রমনের মধ্যদিয়ে শেষ হলো আর্জেন্টিনা বনাম নাইজেরিয়ার খেলা।

জোরালো শটে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন মেসি। নাইজেরিয়ার জালে বল জড়িয়ে দিয়ে ম্যাচে প্রথম গোল করেন তিনি।

গোল শোধ করতে বেশি সময় নেয়নি আফ্রিকার চ্যাম্পিয়নরা। পরের মিনিটে বাঁদিক থেকে কাটিয়ে ডি বক্সে ঢুকে ডান পায়ের কোনাকুনি শটে সের্হিও রোমেরোকে পরাস্ত করেন মুসা।

প্রথমার্ধের যোগ করা সময়ে মেসিকে ফাউল করায় ফ্রিকিক দেন রেফারি। আগের মিনিটের ফ্রিককিটি ঠেকিয়ে দিলেও এবার আর পারেননি এনিয়ামা। দেয়ালের ওপর দিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে দলকে দ্বিতীয়বারের মতো এগিয়ে নেন আর্জেন্টিনার অধিনায়ক।

মেসির শটে পুরোপুরি বিভ্রান্ত হয়েছিলেন এনিয়ামা। ‘দেয়াল’ এর ওপর দিয়ে আসা বলটি দেখেন অনেক পরে। ততক্ষণে বল খুঁজে নেয় নাইজেরিয়ার জাল।

দ্বিতীয়ার্ধের ৪৭তম মিনিটে আবার নাইজেরিয়াকে সমতায় ফেরান মুসা। ডি বক্স থেকে জোরালো শটে গোল করেন তিনি। অবশ্য বিভ্রান্ত হয়ে অন্য দিকে ঝাঁপ দিয়েছিলেন রোমেরো।

সমতা ফেরানোর আনন্দ বেশিক্ষণ টেকেনি নাইজেরিয়া শিবিরে। ৫০তম মিনিটে লাভেজ্জির কর্না থেকে গারায়ের হেড রোহোর পায়ে লেগে জালে জড়ালে তৃতীয়বারের মতো এগিয়ে যায় দুইবারের চ্যাম্পিয়নরা।

ফলে ৩-২ গোলে শেষ হয় খেলা। বিজয়ী আর্জেন্টিনার ভক্তরা মেতে উঠে উল্লাসে। প্রথম দুই ম্যাচে জিতে এরই মধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

Spread the love