শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মোস্তফা জববারের আহবানে ডোমার অনলাইন প্রেসক্লাব গঠিত

জুয়েল বসুনীয়া,ডোমারঃ নন্দিত এবং প্রখ্যাত প্রযুক্তিবিদ জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহবায়ক মোস্তফা জববারের ডাকে সাড়া দিয়ে ডোমার অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধা ৭ টায় ডোমারের অনলাইন পত্রিকায় কমর্রত সাংবাদিকদের নিয়ে ডোমার রির্পোটার্স ইউনিটিতে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করে দেয় নীলফামারী জেলা অনলাইন প্রেসক্লাব। এই কার্যনির্বাহী কমিটিতে সকলের সম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য বিডি ২৪ লাইভ ডটকম ডোমার প্রতিনিধি জুলফিকার আলী ভূট্টো সভাপতি এবং ডেইলি তালাশ ডটকম’র ডোমার প্রতিনিধি রওশন আলম পাপ্পুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে আসাদুজ্জামান হিলে­াল (এশিয়া বার্তা ডটকম), সহ-সাধারণ সম্পাদক হরিদাশ রায়(ক্রাইম ওয়াচ),সাংগঠনিক সম্পাদক আল-আমিন রহমান রাজু (স্বাধীন বাংলা ২৪ ডটকম) কে নির্বাচিত করেন জেলা কমিটি । এছাড়া কার্যকরী সদস্য হিসেবে বিজয়কণ্ঠ ডটকম’র আহসানুল কবির জুয়েল বসুনীয়া, চিলাহাটি ওয়েব ডটকম’র মাহববুল আলম ওহাবুল, অবলোকন ডটকম’র আনিছুর রহমান মানিক,লাষ্ট নিউজ ২৪ ডটকম’র সেলিম আল মামুন, বিজয় কন্ঠ ডটকম’র সফিয়ার রহমান,প্রিয়বিডি ২৪ ডটকম’র আঃহাই, বিডি নিউজ ডেস্ক এর জাবেদুল ইসলাম সানবিম,আওয়ার নিউজ’র উত্তম কুমার রায়,জয়বাংলা নিউজ ডটকম’র বেলাল হোসেন,জাতীয় নিউজ ডটকম’র রাজীব নুর, নির্বাচিত হন । ডোমার অনলাইন প্রেসক্লাব গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা অনলাইন প্রেসক্লাব’র সভাপতি মহিবুল­াহ্ আকাশ,সহ-সভাপতি সাদিকুর ইসলাম সাদিক ও সাধারণ সম্পাদক আপেল বসুনীয়া । এ বিষয়ে নীলফামারী জেলা অনলাইন প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক আপেল বসুনীয়া বলেন, যারা হলুদ সাংবাদিকতার সাথে কখনও আপোষ করেনি তাদের নিয়ে ডোমার অনলাইন প্রেসক্লাব গঠন করা হলো । আমরা খুব শীঘ্রই ডিজিটাল বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে পুরো নীলফামারী জেলার সাংবাদিকদের আমাদের কমিটির আওতায় নিয়ে আসব । উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে নীলফামারী জেলার অনলাইন গণমাধ্যমে কমর্রত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

Spread the love