শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মৎস্যচাষ সম্প্রসারন প্রকল্পের আওতায় বিরলে আরতিদের মাঝে উপকরন বিতরন

দিনাজপুরের বিরলে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ সম্প্রসারন প্রকল্পের আওতায় আরতিদের মাঝে ৪ টি প্যাকেজের উপর ৪৪ হাজার ২০০ টাকার উপকরন বিতরন করা হয়। রোববার দুপুরে উপজেলা মৎস্য অফিসের সামনে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ সম্প্রসারন প্রকল্পের আওতায় আরতিদের মাঝে ৪ টি প্যাকেজের উপর ৪৪ হাজার ২০০ টাকার উপকরন বিতরন করা হয়েছে। বিরল উপজেলার হেমন্ত চন্দ্র দাস,  দুলাল চন্দ্র দাস, মোতাহার হোসেন, শাহ শাজান আলী, আন্ধারু ও আব্দুল খালেকসহ ৬ জন আরতির মাঝে উপকরন বিতরন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.ন.ম বজলুর রশিদ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল খায়রুম, মৎস্য অফিসার অসীম কুমার ঘোষ উপস্থিত ছিলেন।  উপজেলা মৎস্য অফিসার অসীম কুমার ঘোষ জানান, র্কাপ মিশ্র চাষ, ধানক্ষেতে মৎস্য চাষ, কার্প র্নাসারী ও গলদা কার্প মিশ্র চাষ এ ৪ টি প্যাকেজে মোট ৪৪ হাজার ২০০ টাকার উপকরনের মধ্যে ছিলো চুন, ইউরিয়া, টিএসপি, কুড়া, ঘৈল, পোনা, রেনু, সাইন বোর্ড ইত্যাদি।

Spread the love