শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

যথাযোগ্য মর্যাদায় চিরিরবন্দর-খানসামায় মহান বিজয় দিবস উদযাপন

Chirirbandar Photo-2চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর-খানসামা উপজেলায় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভিয্য ও অনাড়ম্বর পরিবেশে ইউনিয়ন পরিষদ, শিশু ফোরাম, শিশু সুরক্ষা কমিটি, গ্রাম উন্নয়ন কমিটি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। এ দিবসটি উদ্যাপন অনুষ্ঠানে সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসইউপিকে) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহযোগিতা করেন। দিবসটি উপলক্ষ্যে চিরিরবন্দর ও খানসামা উপজেলার ১০টি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যালি, বিভিন্ন খেলাধূলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বর্তস্ফুর্তভাবে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। শেষে এ সব প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজিতদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউপি চেয়ারম্যান মোকারম হোসেন শাহ্ বিজিত শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানগুলো সার্বিকভাবে মনিটরিং করেন সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসইউপিকে)’র প্রোগ্রাম অফিসার মো. খায়রুল আলম।

Spread the love