মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে-এমপি গোপাল।

MP Gopalডি রায় বাবুল বীরগঞ্জ (দিনাজপুর) থেকেঃ দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল প্রধান অতিথি বক্তব্যে বলেছেন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে যে উন্নয়ন সাধিত হয়েছে তার প্রতিহিংসা পরায়ন হয়ে বিএনপি-জামাত সন্ত্রাসবাদ, জঙ্গীবাদের রাজনীতির পথ বেছে নিয়েছে। আজকে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, রাস্তা ঘাট, বিদ্যুৎসহ সকল ক্ষেত্রেই যে উন্নয়ন হয়েছে তা মাননীয় প্রধান মন্ত্রি শেখ হাসিনা সরকারের জন্যেই সম্ভব হয়েছে। আর বিএনপি-জামাত দেশকে সন্ত্রাবাদ জঙ্গিবাদের রাজত্বে পরিণত করেছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ ও জাতি গঠনে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আজকে বাস্তবায়ন করতে যাচ্ছেন তার কন্যা জননেত্রী শেখ হাসিনা। দেশের ১৬ কোটি মানুষের মধ্যে অর্ধেক নারী। তাই নারীদের সহযোগীতা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এই নারী সমাজকে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার মেয়েদের শিক্ষাকে নিশ্চিত করতে গ্রাজুয়েশন পর্যন্ত অবৈতনিক ঘোষনা করেছেন। শিক্ষার্থীরা যেন শিক্ষাক্ষেত্রে মনোযগী হয়ে শিক্ষা অর্জন করতে পারেন তার জন্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পাঠদানের উপযোগী করতে নতুন ভাবে ভবন নির্মাণের ব্যবস্থা করে যাচ্ছেন। দেশের মানুষ তাদের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেত্রীত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা দেশ গড়ে তুলবে।

গতরবিবার বিকালে শতগ্রাম ইউনিয়নের কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৯ লক্ষ টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট আনুভূমিক সম্প্রসারণ নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও শতগ্রাম ইউ’পি অফিস হতে বালাডাঙ্গী হাট ভায়া নাগরী সাগরী হাট গাঠিয়ার মোড় হতে পালপাড়া পর্যন্ত ১৫শত মিটার রাস্তা ৬৭ লক্ষ টাকা ব্যয়ে বীরমুক্তিযোদ্ধা হরিপদ পাল সড়ক পাকা করণ কাজে শুভ উদ্ধোধন কালে তিনি একথা বলেন। শতগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত জনসভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক কৃষক লীগ সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ মুসা, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্টি ঠিকাদার মোঃ নূর ইসলাম নূর, সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম ফিরোজ আলম (শামিম), কাহারোল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশিফ রেজা রুবেল, প্রভাষক জয়নাল আবেদীন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা ইয়াসিন আলী, মোঃ আব্দুল মান্নান সরকার, ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বাবু অচিন্ত পাল, শতগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুব আলম ও মোঃ আজিমদ্দিন প্রমুখ।

Spread the love