বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যে মানুষগুলোর জন্য রাজনীতি তাদেরকেই হত্যা করা, এ কোন ধরনের রাজনীতি?

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আহবান জানিয়েছেন বলেন, মানুষ খুন করে বা মানুষের লাশ নিয়ে এ অপরাজনীতি বন্ধ করুন। পেট্রোল বোমা, ককটেল, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা ও সন্ত্রাস-সহিংসতা এবং একাত্তরের গণহত্যা-বর্বরতা, পঁচাত্তরের নৃশংস হত্যাকাণ্ড ও একুশে আগস্ট গ্রেনেড হামলার হত্যাযজ্ঞ একই ধরনের

মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে হরতাল-অবরোধে নামে বিএনপি-জামায়াত দেশজুড়ে নৃশংসভাবে পুড়িয়ে মানুষ হত্যা করছে তাদের বর্বরোচিত খণ্ডচিত্র নিয়ে তথ্যচিত্র প্রদর্শনী শেষে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, তারা আবারও সাধারণ মানুষের ওপর নারকীয় হামলা চালাচ্ছে। যারা মানুষের জীবন নিয়ে খেলায় মেতে উঠেছে, তারা কখনো দেশের উন্নয়ন চায় না। এ সময় তিনি সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিহত করতে দেশের সবাইকে সোচ্চার হবার আহ্বান জানান।

তিনি বলেন, যে মানুষগুলোর জন্য রাজনীতি তাদেরকেই হত্যা করা, এ কোন ধরনের রাজনীতি? কাদের জন্য রাজনীতি? এ জঘন্য অপরাধ, নৃশংসতা, বীভৎসতা, গণহত্যা চালিয়ে কি অর্জন হচ্ছে বলেও বিএনপি চেয়ারপার্সনের প্রতি প্রশ্ন তোলেন তিনি।

Spread the love