শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রক্তাক্ত লোকসভা নির্বাচন: ঝাড়খন্ডে মাওবাদী হামলায় ৫ সেনাসহ নিহত ৭

ভারতের ঝাড়খন্ডের দুমকা জেলায় নির্বাচন কর্মীদের বহনকারী বাসে মাওবাদী হামলায় পাঁচ সিআরপিএফ জওয়ানসহ সাতজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ শেষে ইভিএম নিয়ে বাসে করে ফিরছিলেন সিআরপিএফ জওয়ান ও ভোটকর্মীরা। বাসটি বীরভূম-ঝাড়খন্ড সীমান্তে শিকারিপাড়ায় পৌঁছার পর রাস্তায় পেতে রাখা মাইনে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। এ সময় ঘন জঙ্গল থেকে গুলিও চালায় তারা। সিআরপিএফ জওয়ানরাও পাল্টা গুলি চালায়। প্রায় পৌনে এক ঘণ্টা দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এ সময় পাঁচ সিআরপিএফ জওয়ান ও দুই ভোট কর্মী নিহত হন। আহত হয়েছেন বেশ কয়েকজন। গুরুতর আহত এক পোলিং অফিসার ও এক জওয়ানকে দুমকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঝাড়খন্ডে স্বরাষ্ট্র সচিব এন এন সিং জানিয়েছেন, হতাহত জওয়ানদের অস্ত্র ও গোলাবারুদ মাওবাদীরা লুট করে নিয়ে গেছে। এই ঘটনার পর দুমকাসহ আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। অসমেও কোকরাঝাড় লোকসভা কেন্দ্রের একটি বুথ দখলকে কেন্দ্র করে জনতা-পুলিশ সংঘর্ষ চলাকালে বিএসএফ-এর এক পুলিশকর্মী নিহত হয়েছেন। রাজস্থানের দৌসার অন্তর্গত সাথায় বুথ দখল প্রতিহত করতে গিয়ে ১৪ রাউন্ড গুলি ছুঁড়েছে আইটিবিপি। নিরাপত্তারক্ষীদের সঙ্গে উত্তরপ্রদেশে মথুরার দৌলতপুর গ্রামে আরএলডি এবং বিজেপি সমর্থকদের মধ্যে গোলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া, মুম্বাইয়ে এমএনএস ও শিবসেনা কর্মীদের সংঘর্ষে এক পুলিশকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Spread the love