শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাজশাহীতে সরকারী স্কুলে ভর্তির সুযোগ পাবে ১০২৫ শিক্ষার্থী

সাব্বির হোসেন অনিক (স্টাফ রিপোর্টার) ঃ
রাজশাহী মহানগরীর সরকারী স্কুলগুলোতে এবার ভর্তির সুযোগ পাবে ১০২৫
শিক্ষার্থী। এবার মহানগরীর ৬টি সরকারী স্কুলে প্রথম, তৃতীয়, ষষ্ঠ ও নবম
শ্রেণীতে মোট ১ হাজার ২৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। আজ থেকে ভর্তি
ফরম বিতরণ শুরুর কথা রয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত।
ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর কলেজিয়েট
স্কুল থেকে ভর্তি ফরম উত্তোলন ও জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
ভর্তি ফরমের মূল্য ধরা হয়েছে ১০০টাকা।

ভর্তি কমিটি-২০১৪ এর সদস্য সচিব ও নগরীর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক
ড. নূরজাহান বেগম জানান, এবার রাজশাহী নগরীর ছয়টি সরকারি স্কুলে ১হাজার
২৫টি আসনের জন্য ভর্তি ফরম বিতরণ ও জমা নেয়া হবে। এরমধ্যে ছাত্রীদের জন্য
৪১০টি এবং ছাত্রদের  জন্য ৬১৫টি আসন রয়েছে। এ বছরও নগরীর শুধুমাত্র
সরকারি মাদ্রাসায় প্রথম শ্রেণীতে ৪০টি আসনে লটারির মাধ্যমে শিক্ষার্থীদের
ভর্তি করা হবে।
পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় শ্রেণীতে ৫৪০ টি আসন রয়েছে। এরমধ্যে
নগরীর রাজশাহী কলেজিয়েট স্কুলে ১৮০টি, গভ. ল্যাবরেটরি স্কুলে ১০০টি,
সরকারী মাদ্রাসায় ১০টি, শিরোইল সরকারী উচ্চবিদ্যালয়ে ৭০টি এবং সরকারী
পিএন স্কুলে ১৮০টি আসন রয়েছে।

একই প্রক্রিয়ায় নগরীর ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩২৫ টি আসনের জন্য ষষ্ঠ
শ্রেণীতে ভর্তি ফরম বিরতণ করা হবে। এরমধ্যে নগরীর রাজশাহী সরকারী বালিকা
উচ্চ বিদ্যালয়ে ১৫০টি, রাজশাহী কলেজিয়েট স্কুলে ৩০টি, গভ. ল্যাবরেটরি
স্কুলে ৫টি, সরকারী মাদ্রাসায় ১০টি, শিরোইল সরকারী উচ্চ বিদ্যালয়ে ১০০টি
এবং সরকারী পিএন স্কুলে ৩০টি আসন। তবে জেএসসি পরীক্ষার মেধারভিত্তিতে নবম
শ্রেণীতে ১২০ টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এরমধ্যে রাজশাহী কলেজিয়েট স্কুলে ৩০টি, গভ. ল্যাবরেটরি স্কুলে ১০টি,
শিরোইল সরকারী উচ্চ বিদ্যালয়ে ৩০টি, রাজশাহী সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ে
৩০টি এবং সরকারী পিএন স্কুলে ২০টি। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের
ওয়েব সাইট (www.dcrajshahi.gov.bd ) থেকেও ভর্তি ফরম সংগ্রহ করা যাবে।

Spread the love