শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাজশাহীর বিনোদপুরে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ

সাব্বির হোসেন অনিক (রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক) ঃ
রাজশাহী মহানগরীর বিনোদপুর এলাকায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও পুলিশের
মধ্যে সংঘের্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর সাড়ে বারটার দিকে এ ঘটনা ঘটে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিক জানান,
বুধবার রাজশাহীতে হরতাল চলাকালে বিএনপি’র কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী সিটি
কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল আহত হন। এ ঘটনার প্রতিবাদে
ছাত্রদল বিনোদপুর এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি
বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের বাধা দেয়।
একপর্যায়ে ছাত্রদল কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু
করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে রাবার বুলেট ও টিয়ার সেল  ছোড়ে। পরে
ছাত্রদল নেতাকর্মীরা সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে বলে খবর পাওয়া যায় নি।  এ ঘটনার পর ওই
এলাকায় অতিরিক্ত  পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানকার পরিস্থিতি এখন
স্বাভাবিক রয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান, ছাত্রদলের
কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে
দেয়। তবে এ সময় কাউকে আটক করা হয়নি।

Spread the love