শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাজশাহী-চিলাহাটি রুটে আন্তঃনগর তিতুমীর ট্রেনের ইঞ্জিন বিকল

পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি : পার্বতীপুরে-রাজশাহী-চিলাহাটি রুটে চলাচলকারী আন্তঃনগর তিতুমীর ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। আজ রবিবার বিকেলে সৈয়দপুর-খয়রাত নগর স্টেশনের মাঝামাঝি স্থানে চলন্ত ট্রেরের ইঞ্জিনে বাঁশের গাড়ীতে ধাক্কা লেগে লুব ওয়েল পাইপ ফেটে গেলে ইঞ্জিনটি বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ে ওই ট্রেনের যাত্রী সাধারন। রাত ৭টার দিকে বিকল ইঞ্জিনটিকে উদ্ধার করে পার্বতীপুর ডিজেল সেডে নিয়ে আসা হয়।
জানা যায়, আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে পার্বতীপুর থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তঃনগর তিতুমীর ট্রেনটি। ট্রেনটি সৈয়দপুর স্টেশন ছাড়ার পর কিছু দুরে গেলে ৬৪০৫ নম্বর ইঞ্জিনে লুব ওয়েল পাইপ ফেটে যায়। এতে ইঞ্জিন বন্ধ হয়ে যায়।
ট্রেনটিতে ড্রাইভারের দায়িত্বে ছিলেন কাজী ওয়াহেদুজ্জামান বলেন, বাঁশের সাথে ধাক্কা লেগে এ ঘটনা ঘটেছে। পরে পার্বতীপুর ডিজেল সেড থেকে একটি ইঞ্জিন পাঠিয়ে ট্রেনটির যাত্রা নিশ্চিত করা হয়। সেই সাথে রিলিফ ইঞ্জিন পাঠিয়ে বিকল ইঞ্জিনকেও পার্বতীপুরে নিয়ে আসা হয়। পার্বতীপুর রেল জংশনের এরিয়া অপারেটিং ম্যানেজার শাহ আলম তালুকদার তিতুমীর ট্রেনটি ৪ ঘন্টা বিলম্বে চলাচল করছে বলে জানান।
এ ব্যাপারে পার্বতীপুর ডিজেল সেড ইনচার্জ (দায়িত্ব প্রাপ্ত) কৃষ্ণ চন্দ্র বসাক বলেন, ইঞ্জিনের লুব ওয়েল ফেটে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। বিকল্প ইঞ্জিন (৬৫০৬)পাঠিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তবে কি কারনে লুব ওয়েল পাইপ ফেটেছে তা তদন্ত ছাড়া বলা মুশকিল বলে জানান।

Spread the love