শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাণীশংকৈলবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন এসিল্যান্ড মাসফাকুর

মোঃ  জিয়াউর রহমান, রাণীশংকৈল,( ঠাকুরগাও) প্রতিনিধি : জেলার রাণীশংকৈল উপজেলার দায়িত্বরত এসিল্যান্ড মাষফাকুর রহমান রানীশংকৈলবাসীর এক বুক ভালবাসা নিয়ে বদলি হলেন নতুন কর্মস্থল চিরিরবন্দরে।  প্রায় ৬ বছর সহকারী ভূমি কমিশনার পদটিতে কাউকে পদায়ন দেয়া হয়নি। ইউএনও গণই সহকারী ভূমি কমিশনার এর দায়িত্ব পালন করতেন। তাই জনসাধারণকে অনেক দূর্ভোগ পোহাতে হতো। কারন তারা তাদের সমস্যা, অভিযোগ বা হয়রানী বিষয়ে জানাতে চাইলেও ইউএনও কে বলতে পারতেন না। কেননা, উপজেলা নির্বাহী অফিসারগণ তদের দপ্তরের কাজ নিয়েই বেশি ব্যস্ত। সহকারী ভূমি কমিশনার জনাব মোঃ মাশফাকুর রহমান গত ৮ সেপ্টেম্বর ২০১৫ তারিখে যোগদান করার পর মানুষের মধ্যে আশার সঞ্চার হয়। তারা অন্তত সার্বক্ষণিক ভূমির সমস্যা নিয়ে কথা বলার একজনকে পেয়েছিলেন। মাশফাকুর রহমান তার জনবান্ধব চিন্তা ও কর্মতৎপরতার মাধ্যমে ইতিমধ্যেই রাণীশংকৈলবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ভূমি অফিসকে ঢেলে সাজিয়েছেন পরম আন্তরিকতায়। গণশুনানীর জন্য তৈরি করেছেন একটি গোল ঘর “শীতল কুটির”। সেবাপ্রার্থীদের জন্য বাইক রাখার বাইক শেড নির্মাণ করেছেন। অফিস ব্যবস্থাপনায় নতুনত্ব এনেছেন। সকল রেজিষ্টার বাঁধাইসহ রেকর্ডরুম ও সকল নথিপত্র সুবিন্যস্ত করে সাজিয়েছেন। অফিসের সৌন্দর্য বর্ধনের জন্য সম্পূর্ণ অফিস প্রাঙ্গণ রং করা হয়েছে। ফুলের টব দেয়া সহ নিজের তোলা ছবি বাঁধাই করে টাঙ্গিয়ে রাণীশংকৈল ভূমি অফিসকে সাজিয়েছেন আপন হাতে। জনসাধারণের জন্য হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে। অফিসে সিটিজেন চার্টার থেকে শুরু করে বিভিন্ন নির্দেশনাসহ নির্দেশিকা লাগিয়েছেন।

সরকারি জমি রক্ষার্থে তার ভূমিকা প্রশংসনীয়। প্রায় ত্রিশ বছর ধরে অবৈধভাবে দখল হওয়া ৩টি প্রতিষ্ঠানের জমি উদ্ধার এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের জমির বেদখল হওয়া অংশ উদ্ধারে তার অবদান অপরিসীম। রেকর্ড সংরক্ষণের জন্য ১২৪টি মৌজার এসএ রেকর্ড এর ফটোকপি করে বাঁধাই করা হয়েছে। অফিসের সাথে কথা বলে জানা যায় প্রায় ৫০% বাঁধাই কাজ শেষ হয়েছে।

তিনি সদালাপী এবং বন্ধুত্ব সুলভ আচরণে অফিসের কর্মকর্তা কর্মচারীদের হৃদয় জয় করেছেন। প্রধান সহকারী খোকন বলেন, “আমাদের সকলেরই মন খারাপ। তিনি যোগদানের পর আমাদের মধ্যে ভয় কাজ করত। ভূমির কাজ কর্ম স্যার নিজ হাতে শিখিয়েছেন। তার আন্তরিক প্রচেষ্টার কারনে আমরা অনেক কিছু শিখতে পেরেছি।” অফিস সহকারীদের দক্ষ করতে প্রশিক্ষণের আয়োজন করেছেন নিজ উদ্যোগে। ৫টি নতুন কম্পিউটার কিনেছেন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য। পুকুর লিজ দেয়ার প্রায় ৭ বছরের প্রায় ৭০ লক্ষ টাকা আদায় করার ক্ষেত্রে তিনি বিশেষ ভূমিকা পালন করেন এবং ইতিমধ্যেই প্রায় ১৫ লক্ষ টাকা টাকা আদায় নিশ্চিত করেছেন মর্মে জানা যায়। তার অসাধারণ কর্মদক্ষতায়, আন্তরিকতায় এবং আচরণ দিয়ে মানুষকে মুগ্ধ করেছেন। ভূমি অফিসে কাজে আসা এক ব্যক্তি তার যাবার কথা শুনে বলেন, স্যার অনেক ভালো, সব মুরব্বিদের বাবা-মা বলে ডাকেন। রাণীশংকৈলবাসীর মধ্যে তিনি আশার সঞ্চার করে তার কর্ম দিয়ে। তার কর্মচাঞ্চল্যে রাণীশংকৈলবাসীর মধ্যে ভূমি অফিসের প্রতি আস্থা ফিরে এসেছিল। সকল মানুষের সাথে, অন্যান্য দপ্তর এবং সুশীল সমাজের কাছে তিনি ইতিমধ্যেই যথেষ্ট ভালো একটি জায়গা করে নিয়েছিলেন আন্তরিকতা দিয়ে। তিনি বদলী হয়ে যাওয়ায় এলাকাবাসীর আবার হয়রানির শিকার হতে হবে বলে শঙ্কার কথা বললেন অনেকেই। গত ২১ জুলাই বদলী হওয়ায় উপজেলা প্রশাসন, ভূমি অফিস, রানীশংকৈল প্রেস ক্লাবের সংবাদ কমিরা পৃথক পৃথক ভাবে বিদায় সংম্বর্ধনা দিয়েছেন।

Spread the love