বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রানীশংকৈলে গমের কৃষক সনাক্তকরণ স্লিপ বিতরণ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে আজ বৃহস্পতিবার সরকারের নায্য মূলে গম ক্রয়ের কৃষক সনাক্তকরণ স্লিপ বিতরণ শুরু করা হয়। ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী নির্বাচনী এলাকা রানীশংকৈল খাদ্য গুদামে গম বিক্রয়ের জন্য কৃষক সনাক্তকরণ সাট্রিফিকেট বিতরণ করেন।
এসময় আমজুয়ান গ্রামের কৃষক দবিরুল ইসলাম, ভন্ডগ্রামের মানিক গোসাম্মী সাংবাদিকদের বলেন, জীবনের প্রথম এবার খাদ্য গুদামে গম বিক্রয়ের সূযোগ পাওয়ায় আমরা আনন্দিত। কৃষকরা আরো বলেন, বিগত সময়ে এভাবে গমের বরাদ্দের স্লিপ বিতরণ করা হতো না, যারা দায়িত্বে ছিলেন তারা সবাই নিজেরা লাভবান হয়েছেন এবং তাদের দলীয় লোকজন সুবিধা ভোগ করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গমের স্লিপের জন্য হাজার হাজার কৃষক অপেক্ষা করছে। সংসদ সদস্য নিজেই তা বিতরণ করছে।
এ ব্যাপারে সংসদ সদস্যের সাথে কথা বলে জানা যায়, তিনি ৪২ শত মে.টন গমের মধ্যে ৬ শত মে.টন  বরাদ্দ নিয়ে তা কৃষকদের মধ্যে বিতরন করেছেন।কৃষকের চাহিদা বেশি হওয়ায় প্রত্যেককে চাহিদা মাফিক দেওয়া সম্ভব হচ্ছেনা।

Spread the love