শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রানীশংকৈলে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি গম আত্মসাৎতে অভিযোগ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে চেয়ারম্যানের

বিরুদ্ধে ভিজিডি গম আত্মসাৎতে  অভিযোগ।

দুঃস্থ কার্ড ধারীরা বেকায়দায়।

সুবিধা ভোগীরা জানান, ইউনিয়ন চেয়ারম্যান

জিতেন্দ্রনাথ বর্¤§ন জানুয়ারী মাসের চাল

বিতরন না করে ফেব্র“য়ারী মাসের গম ৫ মার্চ

বিতরন করেছে,তাও আবার ৩০ কেজির স্থলে

২৫কেজি। এমনি ভাবে নাম প্রকাশে অনিচ্ছুক

(কার্ড বাতিলের ভয়ে) কয়েক জন সুবিধা ভোগী

সাংবাদিকদের বলেন হামার গরীবের পক্ষে কেউ

নাই সরকার যা দিচ্ছে তাও আবার ওজনে কম,

এক মাসের গম না দিয়ে আরেক মাসের গম

দিছে।

এ বিষয়ে খোজ নিয়ে জানাযায় গত জানুয়ারি

মাসের দুঃস্থদের গম উপজেলা মহিলা বিষয়ক

কর্মকর্তার দপ্তর হতে ৯ মে.টন ৬শ ৬০ কেজির

ডিও নিয়ে খাদ্য গুদামে ছাড় করে। যা দুঃস্থদের

মাঝে বিতরন না  করে আত্মসাৎ করার জন্য

খাদ্য গুদামে মজুদ করে রাখে। এ প্রসঙ্গে মহিলা

বিষয়ক কর্মকর্তা শাকিনা বিনতে শরীফের সাথে

কথা বললে তিনি জানান, বরাদ্দ অনুযায়ী প্রতি

মাসের ডিও চেয়ারম্যানদের দিয়ে দেওয়া হয়।

তবে বাচোর ইউনিয়নের অনিয়মের বিষয়টি

আমি জানি।

এ প্রসঙ্গে খাদ্য গুদাম কর্মকর্তার মোবাইলে

যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিফ

করেননি,তবে এক কর্মচারী জানান ডিওর

গমগুলি কাগজে কলমে ডেলিভারি দেয়া হয়েছে

বাস্তবে গমগুলি গুদামে খামাল জাত করা রয়েছে

এটি আইনত অন্যায়।

এ দিকে ইউপি চেয়ারম্যান জিতেন্দ্রনাথ বর্ম্মনের

সাথে কথা বললে তিনি বলেন ভিজিডির গমগুলি

আত্মসাৎ করার জন্য নয় ঝামেলার জন্য

সময়মত গমগুলি দেয়া হয়নি।

 

 

Spread the love