বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রানীশংকৈল মডেল প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র কাউন্সিল নির্বাচন সম্পন্ন

দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান রানীশংকৈল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বুধবার শান্তিপূর্নভাবে ছাত্র কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচন কমিশনার জুবায়ের আহাম্মেদ জানান, ৩টি ক্লাসে ২৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে। এদের মধ্যে ৭ জন নির্বাচিত হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে সুমাইয়া তাসমিম সাফি জানান, ৫১৩ জন ভোটারের মধ্যে ৪৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এতে ৩য় শ্রেনীর ৭জন প্রার্থীর মধ্যে ক্যাপ্টেন পদে সাগর ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদন্দি আলিফ পায় ৪০ ভোট, ছাত্রীদের মধ্যে রাজমনি ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়, নিকটতম প্রার্থী সানজিদা পায় ২৪ ভোট। ৪র্থ শ্রেনীর ৮ জন প্রার্থীর মধ্যে আরিফ ১০৩ ভোট ও রাকিব ৯৯ পেয়ে নির্বাচিত হয়, নিকটতম প্রার্থী রাফি পায় ৮২ ভোট, মেয়েদের মধ্যে নিহারিকা ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয় তার নিকটতম প্রার্থী বৃষ্টি পায় ৪০ ভোট। ৫ম শ্রেনীর ১০ জন প্রার্থীর মধ্যে রিফাত ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়, নিকটতম প্রার্থী বিদ্যুৎ পায় ৩৬ ভোট, মেয়েদের মধ্যে সূর্বনা ৮১ভোট পেয়ে নির্বাচিত হয়, তার নিকটতম প্রার্থী গোলাপী পায় ৩৬ ভোট।
এ প্রসঙ্গে সহকারী শিক্ষক ফারজানা আকতার বলেন, ক্লাসের নিয়ম শৃংখলা বজায় রাখতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের মাধ্যমে ক্যাপ্টেন নির্বাচন করা হয়। বুধবার ভোটের মধ্যদিয়ে তা সম্পন্ন হয়।

Spread the love