শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাবিতে ছাত্রলীগের মিছিলে শিবিরের ককটেল বিস্ফোরণ : সাংবাদিকসহ ৫ নেতা আহত

সাব্বির হোসেন অনিক (রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক) ঃ
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের তৃতীয় শ্রেণির কর্মচারী ও সাবেক
ছাত্রলীগকর্মী সেলিম রেজার রগ কেটে দেয়ার ঘটনার প্রতিবাদে আজ দুপুরে রাবি
ছাত্রলীগ বিক্ষোভ মিছিল বের করে। এ মিছিলে পরপর ৪-৫ টি ককটেল হামলা করে
শিবির কর্মীরা। এতে দুই সাংবাদিকসহ ছাত্রলীগের অন্তত পাঁচ নেতা আহত
হয়েছেন। কর্তব্যরত পুলিশ ও ছাত্রলীগ দাবি করেছেন, শিবির এ হামলা
চালিয়েছে।
হাতবোমার স্প্রিন্টারের আঘাতে আহতরা হলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের
যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, ক্রীড়া সম্পাদক কাজী লিংকন ও উপ প্রচার
সম্পাদক আনোয়ারুল ইসলাম শুভ্র।
আর আহত সাংবাদিকরা হলেন, এটিএন নিউজের ক্যামেরাপারসন রুবেল হোসেন ও দৈনিক
সকালের খবরের আলোকচিত্রী আজহার উদ্দিন । এদিকে আহত অবস্থায় ছাত্রলীগ নেতা
কাজী লিংকন ও আনোয়ারুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা
হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান,
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের তৃতীয় শ্রেণির কর্মচারী ও সাবেক
ছাত্রলীগকর্মী সেলিম রেজার রগ কেটে দেয়ার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার
দুপুর ১টার দিকে বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। মিছিলটি
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে কাজলা গেটের দিকে যাওয়ার সময়
বেতার মাঠের কাছে পৌঁছালে রাস্তার পাশের গাছের আড়াল থেকে হাতবোমা হামলা
চালানো হয়। এবং পরপর ৪-৫টি ককটেল ছাত্রলীগের মিছিলের মাঝে বিস্ফোরিত হয়।
এসময় সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা রাবার বুলেট ও কাঁদুনে গ্যাসের শের
ছুঁড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
তিনি আরো বলেন, ‘রাস্তার পাশে জঙ্গলের ভেতর থেকে শিবিরের কয়েক কর্মী
ককটেল হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়।’ এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে
পারেনি।
হামলার পরে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের
প্রধান ফটকে এসে সমাবেশে মিলিত হয়। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম
সম্পাদক সাহানুর ইসলাম সাকিলের পরিচালনায় এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়
ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান। সমাবেশ থেকে ছাত্রলীগের ওপর
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানানো হয়।
রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, ‘ছাত্রশিবিরের নেতাকর্মীরা
পরিকল্পিতভাবে ছাত্রলীগের মিছিলে ককটেল হামলা চালিয়েছে।’
তবে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক জিয়াউদ্দিন বাবলু বিষয়টি
অস্বীকার করে বলেন, ছাত্রলীগের অন্তকোন্দল থেকে এই হামলা হতে পারে ।

Spread the love