বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাবিতে বর্ধিত ফি কমানোর দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের মিছিল

292801_506041776073355_842089242_nসাব্বির হোসেন অনিক (রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক)ঃ বর্ধিত ভর্তি ও
সেশন ফি কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। বৃহষ্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে
তারা এ কর্মসূচি পালন করে।
বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্তর থেকে  মিছিলটি শুরু হয়ে ক্যাম্পসের
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ
হয়। মিছিলে নেতৃত্ব দেন ছাত্র ইউনিয়নের সভাপতি আয়াতুল্লাহ খোমেনী,
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সোহরাব হোসেন, ছাত্র ফেডারেশনের
সভাপতি গোলাম মোস্তফা, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি সুমন অগাস্টিন সরেন
প্রমুখ।
মিছিল শেষে জোটনেতৃবৃন্দ উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিনের
কার্যালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতি বছর
শিক্ষার্থীদের কাছ থেকে নামে-বেনামে বিভিন্ন বর্ধিত ফি এবং সেশন ফি আদায়
করছে। এছাড়া ভর্তি রশিতে পূর্বের ধারাবাহিকতায় কিছু অকার্যকর খাত সংযুক্ত
রয়েছে। এসব খাত কার্যকর না করে ফি নেয়াটা অনৈতিক বলে উল্লেখ করা হয়
স্মারকলিপিতে।
এছাড়া নতুন কিছু খাতে অতিরিক্ত টাকা ধার্য করা হয়েছে। ফলে শিক্ষাব্যায়
প্রতিনিয়ত বাড়ছে যা উচ্চশিক্ষা ধ্বংসের নামান্তর উল্লেখ করে স্মারকলিপিতে
তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো, অবিলম্বে সকল প্রকার বর্ধিত ভর্তি
ও সেশন ফি প্রত্যাহার, রাকুস ও টিএসসিসি এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং
ভর্তি পরীক্ষাথীদেজন্য হেল্প ডেস্ক চালু করার মাধ্যমে তাদেরকে সকল প্রকার
হয়রানির হাত থেকে রক্ষা করা।

Spread the love