শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাবি শিক্ষকের বাসায় ককটেল নিক্ষেপ

সাব্বির হোসেন অনিক (রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক)ঃ  রাজশাহী
বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক
প্রফেসর নজরুল ইসলামের বাসা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে
দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাস সংলগ্ন
বিনোদপুরে অবস্থিত তার বাসায় একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ককটেল
বিস্ফোরণের সময় তিনি বাসার ভিতরেই ছিলেন। কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে
তা এখনও জানা যায় নি।
দুর্বৃত্তরা ওই শিক্ষকের বাসার সিড়ির উপর এ বিস্ফোরণ ঘটায়। এতে তার বাসার
বিভিন্ন স্থানের দেয়াল পুড়ে গেলেও তেমন কোন হতাহতের ঘটনা ঘটেনি ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর নজরুল ইসলাম বলেন, ‘কারা কি উদ্দেশ্যে
আমার বাসায় ককটেল বিস্ফোরণ করেছে তা আমার জানা নেই। আমি ও আমার পরিবার
এখন আতঙ্কে আছি।’
তার বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনায় আজ সকালে নগরীর মতিহার থানায় সাধারণ
ডায়েরী করা হয়েছে।
মতিহার থানার ওসি আব্দুল মজিদ বলেন, আমি ঘটনা স্থলে গিয়ে বিষয়টি দেখেছি।
কারা এ ককটেল নিক্ষেপ করেছে তা এখনও জানা যায়নি। এব্যাপারে তদন্ত চলছে
বলে তিনি জানান।
উল্লেখ্য, ওই শিক্ষক বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য
এবং বিএনপি পন্থী শিক্ষকদের নেতা। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়
শিক্ষক সমিতি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভাপতির
দায়িত্ব পালন করেছেন।

Spread the love