শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়া ইউক্রেনে সহিংসতা উস্কে দিচ্ছে : জন কেরি

5-John_Kerryমার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়াকে ইউক্রেনের পূর্বাঞ্চলে সহিংসতা সৃষ্টি এবং এই সংকট ঘিরে উত্তেজনা বৃদ্ধির জন্য অভিযুক্ত করেছেন। জন কেরি বৃহস্পতিবার বলেছেন, গোয়েন্দারা নিশ্চিত রাশিয়া ইউক্রেনে স্থানীয় জঙ্গিদের সমন্বয় এবং তাদের আর্থিক সহায়তা ও অস্ত্রশস্ত্রের যোগান দিচ্ছে । এর আগে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে আক্রমণ থেকে কিয়েভকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রকে আহবান জানায়। ইউক্রেনে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে কিয়েভ সরকার সামরিক অভিযান শুরুর পর দেশটির সংকট উত্তরণে ব্যর্থতার জন্য যুক্তরাষ্ট্র ও রাশিয়া একে অপরকে দায়ী করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়ার সমালোচনা করে ইউক্রেনের পূর্বাঞ্চলে উত্তেজনা বৃদ্ধির জন্য মস্কোকেই দায়ী করেছেন।

কেরি আরো অভিযোগ করেন, ইউক্রেন সংকট নিরসনে চলতি মাসের শুরুতে জেনেভায় যে চুক্তি হয়েছিল মস্কো তা লঙ্ঘন করেছে। ওদিকে রাশিয়ার অভিযোগ, উত্তেজনা থামাতে ইউক্রেনের অন্তবর্র্তী সরকার ওই সমঝোতা মেনে চলছে না। এর আগে রাশিয়া ইউক্রেন সীমান্তে নতুন করে সামরিক মহড়ার নির্দেশ দেয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র যেন ইউক্রেন সরকারকে চাপ দেয়। ওই অঞ্চলের বারোটিরও বেশি শহরের মূল সরকারি ভবনগুলো দখলে নিয়ে রেখেছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। জাতিসংঘ মহাসচিব বান কি মুন সতর্ক করে বলেছেন, দেশটির উত্তেজনা নিরসনে জরুরি পদক্ষেপ নেয়া না হলে পরিস্থিতি নাগালের বাইরে চলে যাবে। এদিকে গত বৃহস্পতিবার ইউক্রেনের পূর্বাঞ্চলে সে দেশের নিরাপত্তা বাহিনী এবং রুশপন্থী জঙ্গিদের মধ্যে লড়াইয়ে অন্তত দুই জঙ্গি নিহত হয়েছে

Spread the love