শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের হার

মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেয়া ৩৩৩ রানের লক্ষ্যমাত্রাকে ছুতে পারল না বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ের কারণে ২৪০ রানেই থেমে যেতে হয় মাশরাফিবাহিনীদের। ফলে লঙ্কানদের কাছে ৯৩ রানে হারতে হলো বাংলাদেশকে।

শ্রীলঙ্কার ৩৩৩ রানের বিশাল টার্গেটের জবাবে ব্যাট করতে নেমে ৪১ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১ম দুই ম্যাচে ফ্লপ পারফরমেন্সের পর বাংলাদেশের বিপক্ষে ইনিংসের ২য় বলেই সরাসরি বোল্ড করে তুলে নিলেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের উইকেট। মলিঙ্গার ইনসুইঙ্গার বুঝতে না পারায় বোল্ড হয়ে সাজঘরে যেতে হয় তামিমকে। ফলে স্কোরবোর্ডে কোন রান যোগ করার আগেই বাংলাদেশকে হারাতে হয় উইকেট।
এর পর এনামুল হক বিজয় ক্যাচ তুলে দিলে দিলশানের মিসের কারণে বেঁচে যায়ন তিনি। তখন দলের ছিল মাত্র ১০ রান। অবশ্য ভালো খেলছিলেন সৌম্য আর বিজয়। কিন্তু ৬ষ্ঠ ওভারের ৫ম বলে এঞ্জেলো ম্যাথিউজের আউট সুইঙ্গারে খোঁচা দিতে গিয়ে উইকেটের পেছনে সাঙ্গাকারার হাতে ক্যাচ তুলে দিলেন সৌম্য সরকার। ২৫ রানেই বিদায় নিতে তাকে। ১৫ বলে সৌম্য ২৫ রান করলেন ৪টি বাউন্ডারির সাহায্যে।
এরপর ৪ নম্বরে ব্যাট করতে নামা মুমিনুল হক যেন দাঁড়াতেই পারেননি। ১ম বল মোকাবেলা করেন ম্যাথিউজকে। এক রান নিয়ে আবারও স্ট্রাইকে। এবার বোলার সুরঙ্গা লাকমাল। তার ১ম বলেই খোঁচা দিয়েছিলেন মুমিনুল। সাঙ্গাকারা বল ধরে আউটের আবেদন জানান। পরে রিভিউ নেন। কিন্তু শেষ পর্যন্ত নট আউটই থাকেন মুমিনুল। এ বল থেকে তার শিক্ষা নেয়া উচিৎ ছিল। কিন্তু পরের বলেই ঠিকই আবার ক্যাচ দেন ১ম স্লিপে দাঁড়িয়ে থাকা মাহেলা জয়াবর্ধনের হাতে। মাহমুদুল্লাহকে নিয়ে ৪৩ রানের জুটি গড়ার পর একটি সিঙ্গেল নিতে গিয়ে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে গেলেন এনামুল। ৪৩ বলে ২৯ রান করে আউটন বাংলাদেশের এ ওপেনার।
বাংলাদেশের স্কোর ১০০ ছোঁয়ার সাথে সাথে আউট হন আরেক ইনফর্ম ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। থিসারা পেরেরার বলে তিনি ক্যাচ তুলে দেন রঙ্গনা হেরাথের হাতে। ৪৬ বলে ২৮ রান করেন মাহমুদুল্লাহ। ৬ষ্ঠ উইকেট জুটিতে ভালোই খেলছিলেন সাকিব এবং মুশফিক। দু’জন মিলে পার্টনার শিপ গড়েন মাত্র ৬৪ রান। কিন্তু শেষ পর্যন্ত ৪৬ রানে থাকা সাকিব দিলশানের বলে মালিঙ্গার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন সাজঘরে। ৫৯ বলে ৪টি চার আর একটি ছক্কায় এ রান করেন সাকিব আল হাসান। তখন দলের সংগ্রহ ১৬৪ রান।
সকিবের পর এলেন সাব্বির রহমান। তাকে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন মুশফিকুর রহিম। কিন্তু যখন দলীয় স্কোর ২০০ পার হলো তখনই সুরঙ্গা লাকমালের বলে বোল্ড হয়ে ফিরে গেলেন মুশফিক। দলীয় ২০৮ রানে সংগ্রহে ৩৯ বলে ব্যক্তিগত ৩৬ রান করেন তিনি। পরে বাংলাদেশের রান ৪১ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২১৩ রান। এরপর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সাব্বিরকে নিয়ে ২০ রানের জুটি গড়লেও দিলশানের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যান তিনি। এরপরই দলীয় ২৪০ রানে আউট হন ক্যারিয়ারে ১ম হাফসেঞ্চুরি করা সাব্বির। ৫৩ রান করে মালিঙ্গার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। সবার শেষে ওই ২৪০ রানেই মালিঙ্গার বলে এলবিডব্লিউ আউট হন তাসকিন আহমেদ। সাথে সাথেই যবনিকাপাত ঘটে বাংলাদেশের ইনিংসের।
১ ছাক্কা ও ১৩টি চারের সাহায্যে ৭৬ বলে ১০৫ রানের ঝড়ো ইনিংস খেলেন সাঙ্গাকারা। তাদের ব্যাটিংয়ের ওপর ভর করেই বড় স্কোর দাঁড় করে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত দিলশান ১৬১ ও সাঙ্গাকারা ১০৫ রানে অপরাজিত থাকেন। ইনিংসের ১ মাত্র উইকেটটি পেয়েছেন পেসার রুবেল হোসেন।
বিশ্বকাপের পুল ‘এ’র ম্যাচে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লঙ্কান দলপতি এঞ্জেলো ম্যাথুজ। ইনিংসের প্রথম ওভারেই উইকেট শিকারের সুযোগ পেয়েছিলেন বোলার মাশরাফি। কিন্তু স্লিপে উঠা থিরিমান্নের ক্যাচটি ফেলে দিয়েছেন ফিল্ডার এনামুল হক। শেষ পর্যন্ত থিরিমান্নে ব্যক্তিগত ৫২ রান করে রুবেল হোসেনের বলে আউট হয়ে সাজঘরে ফিরেন। বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হলো বাংলাদেশ ক্রিকেট দল। আগে ২ বার মুখোমুখি হয়ে ২টি ম্যাচই জিতেছে লঙ্কানরা। আর ৩৭টি ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার জয় ৩২টি, বাংলাদেশের জয় ৪টি, বাকি একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

Spread the love