শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লালমনিরহাটে হোটেল ও রেস্তোরা শ্রমিকদের মানববন্ধন

লালমনিরহাট : হোটেল ও রেস্তোরা শ্রমিকদের ঈদের ৭দিন পূর্বে বেতন, বেতনের সম্পরিমান বোনাস ও অভার টাইমসহ গণতান্ত্রিক শ্রম আইন বাস্তবায়নের দাবীতে লালমনিরহাট হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়ন লালমনিরহাট জেলা শাখা গতকাল সোমবার সকাল ১১টায় মিশনমোড়ে সমাবেশ ও মানববন্ধন কর্মসুচী পালন করে। মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন, জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশন এর সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, লালমনিরহাট হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়ন লালমনিরহাট জেলা শাখার সাধারন সম্পাদক দিলীপ চন্দ্র রায়, লালমনিরহাট হোটেল ও রেম্তোরা শ্রমিক ইউনিয়ন লালমনিরহাট জেলা শাখার সদর উপজেলা আহবায়ক মোছাঃ শিল্পী বেগম প্রমূখ। বক্তারা হোটেল ও রেস্তোরা মালিকদের উদ্দেশ্যে বলেন, হোটেল শ্রমিকদের দিয়ে আপনাদের ব্যবসা চালাতে হয়। তাই তাদের সাথে কোন রকম খারাপ ব্যবহার করা যাবে না। সামান্য অপরাধে তাদেরকে প্রহার করা চলবে না। তাদের সাথে সৌহার্দপূর্ন আচরন করতে হবে। আগামী ঈদুল ফিতরে শ্রমিকদের ঈদের ৭দিন পূর্বে বেতন, বেতনের সম্পরিমান বোনাস ও অভার টাইম প্রদানসহ গণতান্ত্রিক শ্রম আইন মেনে চলতে হবে। মালিকদের প্রতি হুশিয়ারী উচ্চারন করে বক্তারা বলেন, এর একটি ব্যাতিক্রম হলে হোটেল ও রেস্তোরা শ্রমিকরা সকল হোটেলে কাজ বন্ধ করে দেবেন। তখন আপনাদের নিজেদেরকে হোটেল চালাতে হবে।

 

Spread the love